মোট ৩শ’ ৬৯ জন ভোটারের মধ্যে বাতিল ভোট বাদ দিয়ে ৩৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। প্রতিবারের ন্যায় এবারো সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ বনাম বি এন পি সমর্থিত জাতীয়তা বাদী ঐক্য পরিষদ থেকে ১৭ টি পদের বিপরীতে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বি এন পি সমর্থিত জাতীয়তা বাদী ঐক্য পরিষদের অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান মিঞা পেয়েছেন ১৬১ ভোট। অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা পেয়েছেন ১৫৮ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দুই জন মোঃ লুৎফর রহমান ও মোঃ আলীমুল হক। সহকারী সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এস, এম দেলোয়ার হোসেন (মন্টু)। গ্রন্থগার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ কামরুল হুদা। সহকারী গ্রন্থগার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুল হান্নান। সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ সেরাজুল ইসলাম আকন্দ। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মোঃ খোরশেদ আলম (খসরু)। হিসাব নিরীক্ষক পদে বিজয়ী হয়েছেন মোঃ গোলাপ হোসেন। সহকারী হিসাব নিরীক্ষক পদে বিজয়ী হয়েছেন মোঃ শহিদুল ইসলাম হিরা। নির্বাহ সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন ৬ জন রেজাউল করিম তালুকদার, আলহাজ্ব মোঃ আব্দুর রউফ রাজা, আলহাজ্ব মোঃ আমান উল্লাহ মন্ডল, মীর রুহল আমীন বাবু, হেদায়েতুল ইসলাম, সুশীল কুমার সাহা (রানা আহম্মেদ)।
মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭
জেলা আইনজীবী কার্যনির্বাহী সংসদ নির্বাচনে সভাপতি রেজাউল করিম (রাখাল) এবং সাধারণ সম্পাদক কায়ছার আহমেদ লিটন
মোট ৩শ’ ৬৯ জন ভোটারের মধ্যে বাতিল ভোট বাদ দিয়ে ৩৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। প্রতিবারের ন্যায় এবারো সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবি সমন্বয় পরিষদ বনাম বি এন পি সমর্থিত জাতীয়তা বাদী ঐক্য পরিষদ থেকে ১৭ টি পদের বিপরীতে ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। বি এন পি সমর্থিত জাতীয়তা বাদী ঐক্য পরিষদের অ্যাডভোকেট আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান মিঞা পেয়েছেন ১৬১ ভোট। অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা পেয়েছেন ১৫৮ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন দুই জন মোঃ লুৎফর রহমান ও মোঃ আলীমুল হক। সহকারী সাধারন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এস, এম দেলোয়ার হোসেন (মন্টু)। গ্রন্থগার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ কামরুল হুদা। সহকারী গ্রন্থগার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ আব্দুল হান্নান। সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোঃ সেরাজুল ইসলাম আকন্দ। কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন মোঃ খোরশেদ আলম (খসরু)। হিসাব নিরীক্ষক পদে বিজয়ী হয়েছেন মোঃ গোলাপ হোসেন। সহকারী হিসাব নিরীক্ষক পদে বিজয়ী হয়েছেন মোঃ শহিদুল ইসলাম হিরা। নির্বাহ সংসদ সদস্য পদে বিজয়ী হয়েছেন ৬ জন রেজাউল করিম তালুকদার, আলহাজ্ব মোঃ আব্দুর রউফ রাজা, আলহাজ্ব মোঃ আমান উল্লাহ মন্ডল, মীর রুহল আমীন বাবু, হেদায়েতুল ইসলাম, সুশীল কুমার সাহা (রানা আহম্মেদ)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কিশোর বাতায়ন ‘কানেক্ট’-এর শুভ উদ্বোধন করবেন
মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের উন্নয়নে এটুআই প্রোগ্রাম ও ইসলামিক ফাউন্ডেশন-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত
এ সমঝোতা স্মারকের আওতায় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীগণ দ্বীনি শিক্ষার পাশাপাশি একটি নির্দিষ্ট ট্রেডে দক্ষতা এবং মসজিদ ও মক্তবের ইমাম ও মুয়াজ্জিনগণ আত্মকর্মসংস্থানমূলক দক্ষতা লাভ করবেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭
সিরাজগঞ্জে জ্ঞানদায়িনী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
সলঙ্গায় ব্রিজের নিচে পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধা উদ্ধার করে হাসপাতালে ভর্তি
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোঁজা ব্রিজের নিচে থেকে সোমবার বিকেলে অজ্ঞাত এক বৃদ্ধাকে (৮০) উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে উপজেলা প্রশাসন।
বৃদ্ধাটিকে ১৫ দিন আগে কে বা কারা উল্লেখিত ব্রিজের নিচে রেখে গিয়েছিল। স্থানীয় লোকজন বৃদ্ধাটিকে খাবার দিয়ে সহযোগিতা করলেও চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। একাধারে শুয়ে থাকার কারনে তার সারা শরীরে দেখা দেয় ঘা-পচড়া। ১৫ দিন ধরে বৃদ্ধাটি পড়ে থাকলেও কোন আপনজন নেয়নি তার খোজখবর। সোমবার সকাল ১০ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় উল্লেখিত ব্রিজের নিচে ছেড়া কাথা গায়ে জড়িয়ে মাটিতে শুয়ে আছে বৃদ্ধাটি। অসুস্থতার কারনে মুখে কোন কথা বলতে পারছেনা। কোন প্রশ্ন করলে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আর তার দুচোখ দিয়ে ঝরঝর করে বয়ে যায় অশ্রুর বন্যা। স্থানীয় লোকজন এপ্রতিবেদককে জানান-প্রায় ১৫ দিন আগে ভোর বেলায় ব্রিজের নিচে বৃদ্ধাটিকে পড়ে থাকতে দেখা যায়। ঐ সময় বৃদ্ধাটি স্থানীয়দের জানিয়ে ছিল তাকে গাড়ী থেকে এখানে নামিয়ে রেখে গেছে। কারা রেখে গেছে এ প্রশ্ন করলে বৃদ্ধাটি কোন জবাব না দিয়ে শুধুই কান্না কাটি করে। লোকজনের ধারনা ভরণ-পোষন ও সেবা শুশ্রুষার করা থেকে দায় থেকে বাঁচতে তার সন্তানেরা এখানে ফেলে রেখে যায়।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে বৃদ্ধাটিকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাফরুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান-বৃদ্ধাটি খুবই অস্থির অবস্থায় আছে। সে অভিমানে কোন ঔষধ খাচ্ছেনা। তবে তার উন্নত চিকিৎসা চলছে।
দারিদ্র বিমোচন ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান বর্তমান সরকারের মূল লক্ষ্য জেলা প্রশাসক
এনায়েতপুরে জঙ্গীবাদ, মাদক, বাল্য বিয়ে প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সমাবেশ
এসময় আরো বক্তব্য রাখেন মন্ডল গ্রুপের এমডি আব্দুল মোমিন মন্ডল, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমান শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, এনায়েতপুর থানার ওসি রাশেদুল ইসলাম বিশ্বাস, ওসি তদন্ত মোয়াজ্জেম হোসেন, কমিটির সদস্য সচিব রাশেদুল ইসলাম সিরাজ, আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী মিয়া, তাজ উদ্দিন, অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, পুলিশের একার পক্ষে সন্ত্রাস নির্মুল, মাদক প্রতিরোধ করা সম্ভব নয়। পুলিশের সাথে এলাকার জনগন মাদক, বাল্য বিয়ে, জঙ্গি অপতৎপরতা রোধে যথাযথ ভুমিকা পালন করায় মানুষ অনেকটাই স্বস্থ্যিতে বসবাস করছে। দেশ এগিয়ে যাচ্ছে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বখাটের উত্যাক্তপনা অনেকটাই হ্রাস পেয়েছে। তারা আরো বলেন, আমরা এক সময়ে পরাধীনে থাকা পাকিস্থানের চেয়ে সকল উন্নয়ন সুচকে এগিয়ে রয়েছি। এসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে দেশ বাসী অগ্রণী ভুমিকা পালন করায়। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশ যে এগিয়ে যেতে পারে বাংলাদেশ পৃথিবীতে তারই বিরল দৃষ্টান্ত।
রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭
সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষা মেলা ২০১৭ অনুষ্ঠিত
সিরাজগঞ্জে প্রধান শিক্ষকসহ দুইশিক্ষককে মারপিটের ঘটনায় ছাত্রছাত্রীদের মানববন্ধন
এলাকাবাসী সুত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ অনুষ্ঠানকে জামাত-বিএনপির মিটিং আখ্যা দিয়ে নামধারী কতিপয় সন্ত্রাসী শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এসময় সন্ত্রাসীরা স্কুলের প্রধান শিক্ষক শাহাদত হোসেন ও সহকারী শিক্ষক আব্দুর রউফকে মারপিট করেছে। পরে পুলিশ তাদের উদ্ধার করে। এঘটনায় শিক্ষক-অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। অবিলম্বে বখাটে সন্ত্রাসীদের গ্রেফতার দাবীতে গতকাল রবিবার স্কুলের সকল ছাত্রছাত্রীরা স্কুল মাঠে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক শাহাদত হোসেন খান জানান, শনিবার দুপুরে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদুল ইসলাম বাচ্চু এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ শেষে বিকেল তিনটার দিকে চলে যান। পরে তিনি ও সহকারী শিক্ষক আব্দুর রউফ মিয়া ও পিয়নসহ কয়েকজন স্কুলে কাজ করছিলেন।
এসময় এলাকার নামধারী সন্ত্রাসী হেলাল উদ্দিন, সবুজ, শান্তাসহ ৬/৭জন সন্ত্রাসী স্কুলে ঢুকে সাবেক সভাপতি কেন স্কুলে এসেছিলেন? এখানে জামাত-বিএনপির মিটিং হচ্ছে এ কথা বলে অফিস কক্ষ ভাংচুর শুরু করেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদের দুজনকে কলার ধরে মারপিট করে। এর পরই পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা হায়দার আলী তাদেরকে উদ্ধার করেন।
তিনি আরো জানান, মারপিটের সময় স্কুলের কাজে জন্য রাখা ২৫ হাজার টাকা ও সহকারী শিক্ষকের ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সহকারী শিক্ষক আব্দুর রউফ মিয়া জানান, পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আনা হয়েছিল। পুলিশ স্কুলে ঢোকার আগেই সন্ত্রাসীরা তাদের মারপিট করে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র হিমেল, রমজান আলী, ৮ম শ্রেণীর ছাত্র কাউসার আলী, ৯ম শ্রেণীর ছাত্রী মুন্নি, জুলেখা, রতœা, মরিয়ম, শাপলা জানান, সন্ত্রাসীরা স্কুলে হামলা চালিয়ে ভাংচুর ও আমাদের শিক্ষককে মারপিট করেছে। আমরা স্যারকে মারপিটের ন্যায্য বিচার দাবী করছি। বিচার না হওয়া পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষা বর্জনের করেছি এবং স্কুল বন্ধ করে দেব।
এ বিষয়ে এলাকার প্রভাবশালী হেলাল বিষয়টি অস্বীকার করে জানান, আমরা স্কুলে যাইনি। সিরাজগঞ্জর সদর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, জামাত-বিএনপির মিটিং হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্কুলে যাই। কিন্তু আমরা স্কুলে ঢোকার আগেই হেলালসহ স্থানীয় কয়েকজন প্রধান শিক্ষককে মারপিট ও অফিস কক্ষ ভাংচুর করে। পরে তাকে উদ্ধার করে বাড়ী পৌছে দেয়া হয়। তবে মিটিংয়ের বিষয়ে বলেন, আমরা গিয়ে কোন মিটিং পাইনি। এ ঘটনায় প্রধান শিক্ষককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
শেখ হাসিনাকে শাড়ি ও ওবায়দুল কাদেরকে লুঙ্গি উপহার দিলেন দিনমজুর
আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শাড়ি এবং ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে লুঙ্গি উপহার দিয়েছেন সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার এনায়েতপুর থানার গোপরেখী গ্রামের দিনমজুর রইচ উদ্দিন (৫৫)। শুক্রবার ওবায়দুল কাদের উত্তরবঙ্গে রাজনৈতিক সফর উপলক্ষে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ সড়কের কড্ডার মোড়ে এলাকায় পথসভা করার সময় তার হাতে এ উপহার তুলে দেন তিনি।
দিনমজুর রইচ উদ্দিন জানান, নানা অভাব অনটনের মধ্যদিয়ে একমাসের আয়ের জমানো টাকা দিয়ে প্রধানমন্ত্রীর জন্য একটি তাঁতের শাড়ি ও ওবায়দুল কাদেরের জন্য একটি লুঙ্গি কিনে ৩ মাস আগলে রেখেছিলেন তিনি। তিনি নিজেও তাঁতের কাজ করেন। রইজ উদ্দিনের ৮ সদস্যের পরিবারে কোনো রকমে চলে তার সংসার। ছেলে, মেয়ে, পুত্রবধূ, স্ত্রী সবাই তাঁত শ্রমিক।
এদিকে এনায়েতপুরের বিখ্যাত শাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক আফজাল হোসেন লাভলুর কারখানা থেকে শাড়িটি কিনেছেন রইজ উদ্দিন। আধুনিক নতুন নকশার সবচেয়ে ভালো শাড়িটিই পছন্দ করেছেন তিনি। কিন্তু এতো দামের শাড়ি দিয়ে কী করবেন এমন প্রশ্ন আফজাল হোসেন লাভলুর। তখন তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো দলের সভাপতি নির্বাচিত হয়েছেন বলে তাকে দেওয়ার জন্য শাড়ি কিনতে এসেছেন।
এ বিষয়ে তাঁত মালিক আফজাল হোসেন লাভলু জানান, রইজ পাগলার এমন ভালোবাসার বিষয়টি আমাকে অবাক করেছে। বিনামূল্যে শাড়ি দিতে চেয়েছিলাম কিন্তু সে নেয়নি। এ সময় তিনি জানান আমার কষ্টে জমানো টাকা দিয়ে যদি শাড়ি উপহার দিতে না পারি তাহলে আমি আত্মতৃপ্তি পাবো না। তাই টাকা নিতেই হবে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস জানান, রইজ উদ্দিন শাড়ি ও লুঙ্গির উপহার দিবে বলে আমাকে বলেন। পরে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অবহিত করলে তিনি রাজি হন। অনুষ্ঠান শেষে উপহারটা নিয়ে রইচকে ধন্যবাদ দেন ওবায়দুল কাদের।
সিরাজগঞ্জে ৩দিন ব্যাপী রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত
কর্মসূচি মধ্য ছিল বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা,কুইজ প্রতিযোগীতা, সালাম গ্রহন,বির্তক প্রতিযোগীতা,কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, বইপড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ। অনুষ্ঠান গুলোতে সভাপতিত্ব করেন সলঙ্গা সমাজ কল্যান সমিতি ও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি গজেন্দ্রনাথ মন্ডল ও সাধারণ সম্পাদক সম্পাদক কালীপদ কুন্ড অনুষ্ঠান মালা গুলো পরিচালনা করেন। অনুষ্টানের প্রথম দিন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের সদস্য আব্দুল মান্নান খান,আব্দুল খালেক মনি প্রমুখ।
সিরাজগঞ্জের বেলকুচিতে গ্রাম বাংলার পিঠা উৎসব পালিত
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে করেন বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা তার বক্তব্যে বলেন, বাংলাদেশের সৃষ্টি ও সাংকৃতিকে আগামী প্রজন্মের মাঝে তুলে ধরে একটি সুন্দর বাংলাদের গড়ার লক্ষে আমাদের ঐতিয্য সম্পর্কে জানতে হবে। এমন আয়োজনে ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি মানষিক দক্ষতাও বৃদ্ধি হবে।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ইউসুবজী খান, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ সাইদুর রহমান, সাধারন সম্পাদক রেজাউল করিম, উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ এম এ বাকী, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মালেক, গাজী লুৎফর রহমান মাখন, বেলকুচি ডিগ্রী কলেজের অধ্যাক্ষ মোস্তাফিজুর রহমান, সমাজ সেবক আব্দুল খালেক, রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ প্রমুখ।
সিরাজগঞ্জ রিক্সা ও ভ্যান শ্রমিকদের ধর্মঘট ঃ ভোগান্তিতে সাধারণ মানুষ
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পাবনায় ঘন্টাব্যাপী সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
ভ্যান চালক ইমাম শেখের স্বপ্ন পূরণে বিমান বাহিনীতে চাকুরী প্রদান করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
“নিবৃত আলোর শিখা” সংগঠনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭
মেলার নামে অসামাজিক কার্যকলাপ করায় ডিসির নির্দেশে বন্ধ
মেলার নামে অসামাজিক কার্যকলাপ করায় ডিসির নির্দেশে বন্ধ
জানা যায়, মুনসুর স্মৃতি সংসদের নাম ব্যবহার করে উপজেলা আওয়ামীলীগ জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মাসব্যাপী কুটির শিল্প ও আনন্দ মেলার আয়োজন করেন। কিন্তু মেলার শুরু থেকেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিউল আলমের সহায়তায় মেলার মুল আয়োজক দুলাল হোসেন প্রকাশ্যে জুয়া খেলার ফর বসায়। প্রতিরাতে কোটি টাকার জুয়া খেলা হয় মেলাতে। এছাড়াও র্যাফেল ড্র নামে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার টিকিট বিক্রি করে। এতে দিনমজুর ও কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও মেলার আশপাশে মাদক ব্যবসা শুরু করা হয়। এ সকল অবৈধ কাজকর্ম প্রশাসনকে ম্যানেজ করে করা হচ্ছে বলে দাপট দেখান। পরে জেলা প্রশাসক কামরুন নাহার বিষয়টি অবগত হয়ে মেলাটি বন্ধের নির্দেশ দেন। মেলাটি বন্ধ করে দেয়ায় স্থানীয় জনসাধারন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, রাত নয়টার দিকে মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু র্যাফেল ড্র কিছু ফলাফল ঘোষণার কারণে রাতটুকু সময় দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভুমি) সোহেল মারুফ জানান, জুয়া খেলাসহ মেলার সকল কার্যক্রম বন্ধ করে রাতেই মধ্যেই সবকিছু সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা প্রধান শিক্ষকসহ দুইজনকে মারপিট: ভাংচুর
স্কুলের প্রধান শিক্ষক শাহাদত হোসেন খান জানান, শনিবার দুপুরে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদুল ইসলাম বাচ্চু এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরন শেষে বিকেল তিনটার দিকে চলে যান। পরে তিনি ও সহকারী শিক্ষক আব্দুর রউফ মিয়া ও পিয়নসহ কয়েকজন স্কুলে কাজ করছিলেন। এসময় এলাকার আওয়ামীলীগ নামধারী সন্ত্রাসী হেলাল উদ্দিন, সবুজ, শান্তাসহ ৬/৭জন সন্ত্রাসী স্কুলে ঢুকে সাবেক সভাপতি কেন স্কুলে এসেছিলেন? এখানে জামাত-বিএনপির মিটিং হচ্ছে এ কথা বলে অফিস কক্ষ ভাংচুর শুরু করেন। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাদের দুজনকে কলার ধরে মারপিট করে। এর পরই পুলিশ ও স্থানীয় আওয়ামীলীগ নেতা হায়দার আলী তাদেরকে উদ্ধার করেন।
তিনি আরো জানান, মারপিটের সময় স্কুলের কাজে জন্য রাখা ২৫ হাজার টাকা ও সহকারী শিক্ষকের ২০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা। সহকারী শিক্ষক আব্দুর রউফ মিয়া জানান, পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে আনা হয়েছিল। পুলিশ স্কুলে ঢোকার আগেই সন্ত্রাসীরা তাদের মারপিট করে। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে।
স্কুল ছাত্র জয়নাল, সোহেল, শাহাদত হোসেন জানান, সন্ত্রাসীরা স্কুলে হামলা চালিয়ে ভাংচুর ও আমাদের শিক্ষককে মারপিট করেছে। আমরা স্যারকে মারপিটের ন্যায্য বিচার দাবী করছি। বিচার না হলে আমরা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাখা হবে। স্কুল ছাত্র হাসেম, জনি, ইমন ও নাসিম জানান, জামায়াত-বিএনপির কোন মিটিং স্কুলে হয়নি। আজকে আমাদের মাঝে এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরন করা হয়েছে। বিতরন শেষ হবার পরপরই সন্ত্রাসীরা স্যারের উপর হামলা চালিয়েছে। এ বিষয়ে আওয়ামীলীগ কর্মী হেলাল বিষয়টি অস্বীকার করে জানান, আমরা স্কুলে যাইনি। জামাত-বিএনপি মিটিং করছে শুনে পুলিশ গিয়েছিল।
সদর থানার উপ-পরিদর্শক আনিসুর রহমান জানান, জামাত-বিএনপির মিটিং হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্কুলে যাই। কিন্তু আমরা স্কুলে ঢোকার আগেই হেলালসহ স্থানীয় আওয়ামীলীগের কয়েকজন প্রধান শিক্ষককে মারপিট ও অফিস কক্ষ ভাংচুর করে। পরে তাকে উদ্ধার করে বাড়ী পৌছে দেয়া হয়। তবে মিটিংয়ের বিষয়ে বলেন, আমরা গিয়ে কোন মিটিং পাইনি। এ ঘটনায় প্রধান শিক্ষককে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
নির্বাচন ছাড়া বিএনপি’র কোন বিকল্প নেই-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জঙ্গী দমন এবং দেশের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতার উল্লেখ করে স্বাস্থ্য সেবা, বিদ্যুত, শিক্ষা, সার বীজসহ কৃষি এবং খাদ্যউৎপাদন ডিজিটাল সেবা সহ সরকারের বিভিন্নমুখী উন্নয়ন তৎপরতার বর্ণনা দিয়ে বলেছেন- তৃণমুলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দেবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই যমুনার দুর্গম এই চরে স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এই কেন্দ্র থেকে মা ও শিশুরা এক যোগে স্বাস্থ্য সেবা পাবেন।
কাজীপুরের এই দুর্গম চরের রঘুনাথপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় চরগিরিশ ছাড়াও পাশ্ববর্তী সরিষাবাড়ি এলাকা থেকেও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিরসহকারে জনসবায় যোগ দেন। দুপুর সোয়া একটায় হেলিকপ্টার যোগে মোহাম্মদ নাসিম জনসভস্থলে পৌছে প্রথমে চরগিরিশ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এবং একই সময়ে তিনি নবনির্মিত চরগিরিশ ইউপি-রঘুনাথপুর সড়ক এবং উত্তর ছালাল রাস্তারও শুভ উদ্বোধন করেন।
গৌরী আরবান উচ্চ ও প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত
কামারখন্দে ওপেন হাউজ-ডে এবং থানা কমিউনিটি পুলিশিং সম্মেলন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, মূখ্য আলোচক হিসেবে সিরাজগঞ্জ পুলিশ সুপারের পক্ষে পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার কামারখন্দ সার্কেল মো. আতোয়ার রহমান বক্তব্য রাখেন। থানা অফিসার ইন চার্জ বাবুল উদ্দিন সরদারের পরিচালনায় অন্যন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা কামাল খান, সহ সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক এ্যাডভোকেট বিমল কুমার দাস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট রজব আলী, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসন শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭
রাজাপুরের মনিরুলের হত্যার মুলহোতা ধলা মনির গ্রেফতার
সরকারি হাসপাতালে উপস্থিতি নিশ্চিতে বায়োমেট্রিক মেশিন ব্যবহারের নির্দেশ
সরকারি হাসপাতালে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য বায়োমেট্রিক মেশিন ব্যবহার বাধ্যতামূলক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। হাসপাতালে অনুপস্থিতির কোনো অভিযোগ পেলে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ হাসপাতাল পরিচালক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকেও দায়ী করা হবে বলে তিনি জানান।
সূত্রঃ বিডিওয়ার্ল্ড
নাতি-নাতনিদের নিয়ে ভ্যানে ঘুরলেন প্রধানমন্ত্রী
সিরাজগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রানা শহরের রেলওয়ে কলোনি মহল্লার আমির হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ সদর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক টিপু সুলতান জানান, একটি মারামারির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।
রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ
পাতি নেতা, সিকি নেতা দিয়ে দল ও মঞ্চ ভরে গেছে- ওবায়দুল কাদের
সহকারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেলেন সিরাজগঞ্জের কোর্ট ইন্সপেক্টর মো: শহিদুল্লাহ
বুধবার, ২৫ জানুয়ারী, ২০১৭
উল্লাপাড়ায় কলেজ ছাত্রকে পিটিয়ে আহত, হাসপাতালে নেবার পথে মৃত্যু
সিরাজগঞ্জ র্যাব-১২ এর অভিযানে তিন কুখ্যাত ডাকাত গ্রেফতার
মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭
Sharing Experience from 999 desk
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ ও ৩ জন আটক
গ্রামের ইনছান আলীর ছেলে রফিকুল ইসলাম (৫২)।
ক্যাম্প কমান্ডার হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামারখন্দ উপজেলার জামতৈল রেল ক্রসিংয়ের পাশে অস্ত্র বেচাকেনার সময় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি সহ ওই তিনজন অস্ত্র ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে অস্ত্র বেচাকেনা করে আসছিল। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।
সিরাজগঞ্জে ঝুলন্ত কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার
বাড়ির মালিক মনিরুল ইসলাম জানান, গত ১৫ দিন আগে কামারখন্দের ভদ্রঘাটের কুঠির চর এলাকার ফরিদুল ইসলাম কলেজছাত্রী নিলিমাকে ফুপাতো বোন পরিচয় দিয়ে হোসেনপুর এলাকার মনির হোসেনের বাড়ি ভাড়া নেয়। ভাড়া নেয়ার কয়েকদিন পর সে নিজ বাড়িতে বেড়ানোর জন্য যায়। গত দুইদিন আগে আবার ভাড়া বাড়িতে চলে আসে।
প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে সে ঘুমাতে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত সে ঘুম থেকে জেগে না ওঠায় বাড়ির মালিক তাকে ডাকতে শুরু করে। এসময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭
জঙ্গী দমন এবং দেশের সার্বিক উনয়ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতা- মােহাম্মদ নাসিম
করেছন। তিনি সােমবার দুপুর সিরাজগঞ্জ সদর উপজেলার ছােনগাছা ইউনিয়নের শীতার্তদের মধ্যে কম্বল বিতরণকালে একথা বলেছন। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন- রাজনীতি জনগণের কল্যাণের জন্য। বিএনপি ধংসাত্বক রাজনীতি ছাড়া ইতিবাচক রাজনীতিতে ফিরে এসে জনগণের কল্যাণকর রাজনীতি করুক তা সবারই কাম্য। দেশের মানুষ আর ধংসের রাজনীতি চায় না।
সমাবেশে স্বাস্থ্য মন্ত্রী মােহাম্মদ নাসিম দৃঢ়তার সাথে বলেছেন- দেশের মানুষ আর ধংসের রাজনীতি চায় না। মানুষ চায় উন্নয়ন। যারা ধংসের রাজনীতি করেছে, জনগণ তাদের পরিহার করবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গী দমনের সফলতার মুখ দেখছে। সারা দুনিয়ার মানুষ বাংলাদেশের উন্নয়ন ও জঙ্গী দমন সফলতায় প্রশংসা করেছে।
ছােনগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহীদুল আলমের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠান উপলক্ষে আয়াজিত জনসমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজং চাম্বুগং, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান দুদু, জেলা পরিষদর কাউন্সিলর গােলাম রব্বানি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলন।
এরপরে তিনি সিরাজগঞ্জ শহরের অদূরে শিয়ালকােল এলাকায় নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মান কাজের অগ্রগতি পরিদর্শন করন। শিয়ালকােল এলাকায় জাতীয় নেতা শহীদ এম মনসুর আলী সরকারি মেডিক্যাল কলেজের নির্মাণ কাজর অগ্রগতি পরিদর্শন কালে দ্রুত নির্ধারিত সময়ের মধ্য কাজ শেষ করার নির্দেশ দিয়ে তিনি বলেছেন কাজে কােন দূর্নীতি সয্য করা হবে না। এমনকি কেউ অযথা কাজে বাধা সৃষ্টি করলে তাকেও আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তপক্ষকে নির্দেশ দিয়েছন। এ সময় নির্মানকারী প্রতিষ্ঠান পিডাব্লিডি’র নির্বাহী প্রকৌশলী দেবাশীষ চন্দ্র সাহা, সিভিল সার্জন ডাঃ শেখ মােঃ মনজুর রহমান, প্রকল্পের পিডি ডাঃ সাইফুদ্দিন ইয়াহিয়া, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা উপস্থিত ছিলেন।
পরে তিনি সার্কিট হাউসে মুক্তি যােদ্ধা সংসদের প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেন। প্রতিনিধি দল জেলা মুক্তিযাদ্ধা কমান্ডার গাজী সফিকুল ইসলাম সফি, আশরাফুল ইসলাম চৌধুরী জগলু সহ রাজনৈতিক দলর নেতৃবিন্দ উপস্থিত ছিলেন।
রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭
সিরাজগঞ্জে অবশেষে স্থগিত করা নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী এলজিএসপির রাস্তা নির্মাণ সম্পন্ন
এর আগে অনিয়মের অভিযোগে দু দফায় এ রাস্তা নির্মাণ কাজ স্থগিত করেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) জনপ্রিয় কয়েকটি পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদও প্রকাশিত হয়।
শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭
নবনির্বাচিত সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের বর্ণাঢ্য গনসংবর্ধনা।
সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দকে গনসংবর্ধনা দিয়েছে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য এক গনসংবর্ধনা অনুষ্ঠানের উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ.কে.এম ইউসূফজী খানের সভাপতিত্বে সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেন। এসময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-পাবনা আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, কে এম হোসেন আলী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সেলিনা পারভিন পান্না প্রমুখ।
অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, শাহজাদপুর পৌর মেয়র গাজী হালিমুর হক মিরু, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সংঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।
এর পূর্বে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে
দলীয় নেতৃবৃন্দ ও সাধারন জনগনসহ প্রায় ৫হাজার মোটর সাইকেল নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সিরাজগঞ্জ থেকে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসকে বরণ করে নিয়ে আসেন।
বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭
সিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে এসএ টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
বক্তব্য রাখেন
সিরাজগঞ্জে ব্রয়লার বিস্ফোরণে দগ্ধ তিন শ্রমিকের মৃত্যু
বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭
সিরাজগঞ্জ নাফিস হোটেলে পতিতাবৃত্তি, ৮ নারীর সাজা
সিরাজগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে পতিতাবৃত্তির অভিযোগে ৮ নারীকে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার আড়াইটার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং এ দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে বেলা সাড়ে ১২টার দিকে শহরের বাজার স্টেশন এলাকায় নাফিস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পতিতাবৃত্তির অভিযোগে ৮ নারীকে আটক করে পুলিশ।
দণ্ডপ্রাপ্তরা হলো, শহরের রেলওয়ে কলোনীর রোজিনা খাতুন (৩০), দত্তবাড়ীর পারভীন খাতুন (২৪), কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের আলো খাতুন (৩০), সলঙ্গা থানার হাটিকুমরুল গ্রামের কাজল রেখা (২৬), রায়গঞ্জ উপজেলার হাটপাঙ্গাসী গ্রামের ফরিদা খাতুন (৩৫), একই উপজেলার নিমগাছী এলাকার রত্না খাতুন (২০), সদর উপজেলার পিপুলবাড়ীয়া গ্রামের রাশিদা খাতুন (৩৪) ও টাঙ্গাইল সদর উপজেলার আকলিমা খাতুন (৩০)।
সদর থানার উপ-পরিদর্শক আব্দুল্লহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাফিস হোটেলে অভিযান চালিয়ে ওই ৮জন পতিতাকে আটক করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং জানান, শহরের নাফিস হোটেলে দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ চলে আসছে। হোটেলটি বন্ধ ও মালিকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।