মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১৭

মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের উন্নয়নে এটুআই প্রোগ্রাম ও ইসলামিক ফাউন্ডেশন-এর সমঝোতা স্মারক স্বাক্ষরিত

দক্ষতা উন্নয়ন ও যথোপযুক্ত কর্মসংস্থানের মাধ্যমে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের উন্নয়নের মূল স্রোতধারায় আনার লক্ষ্যে আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে এটুআই প্রোগ্রাম ও ইসলামিক ফাউন্ডেশন-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

এ সমঝোতা স্মারকের আওতায় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীগণ দ্বীনি শিক্ষার পাশাপাশি একটি নির্দিষ্ট ট্রেডে দক্ষতা এবং মসজিদ ও মক্তবের ইমাম ও মুয়াজ্জিনগণ আত্মকর্মসংস্থানমূলক দক্ষতা লাভ করবেন। ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল এবং এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।