সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী গৌরী আরবান উচ্চ বালিকা ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান গতকাল শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আনোয়ার হোসেন রতুর সভাপতিত্বে উৎসব মুখর পরিবেশে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লক্ষন কুমার দাস, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা, সিরাজগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর করুনা রানী সাহা।
স্বাগত জানান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজ শারমীন সুরভী। বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ, প্রভাস চন্দ্র সাহা, এস এম বারী মোঃ আলাউদ্দিন সেখ। শুরুতে দু’টি বিদ্যালয়ের দৃষ্টি নন্দন কুচকাওয়াজ ও ডিসপ্লে দর্শকদের বিমোহিত করে। দু’টি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ৩৯টি আইটেমে প্রতিদন্দিতা করে। পরে ক্রীড়ায় বিজয়ী এবং শ্রেনীতে ১ম, দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী ও ৫ম এবং ৮ম শ্রেনীতে জিপিএ-৫ প্রাপ্ত দের নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।