শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

নির্বাচন ছাড়া বিএনপি’র কোন বিকল্প নেই-স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নির্বাচন ছাড়া বিএনপি’র কোন বিকল্প নেই উল্লেখ করে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন-২০১৯ সালে খালেদা জিয়াকে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেক হাসিনার অধীনেই নির্বাচনে আসতে হবে। সেই নির্বাচনে উন্নয়ন ও জনগণের ভালবাসা নিয়ে আওয়ামীলীগ আবরো রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।  শেখ হাসিনাই হবেন প্রধান মন্ত্রী। আওয়ামীলীগ একা  নির্বাচনী মাঠে খেলতে চায় না। কাজীপুরের দুর্গম এলাকা চরগিরিশ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জঙ্গী দমন এবং দেশের সার্বিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সফলতার উল্লেখ করে  স্বাস্থ্য সেবা, বিদ্যুত, শিক্ষা, সার বীজসহ কৃষি এবং খাদ্যউৎপাদন ডিজিটাল সেবা সহ সরকারের বিভিন্নমুখী উন্নয়ন তৎপরতার বর্ণনা দিয়ে বলেছেন- তৃণমুলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দেবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যেই যমুনার দুর্গম এই চরে স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এই কেন্দ্র থেকে মা ও শিশুরা এক যোগে স্বাস্থ্য সেবা পাবেন।
কাজীপুরের দুর্গম এলাকা চরগিরিশ ইউনিয়নেই রঘুনাথপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত এ বিশাল জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আব্দুস সামাদ। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরিসাবাড়ির সাবেক এমপি ডাঃ মুরাদ হাসান, পরিবার পরিকল্পনা অধিদফতরের ভারপ্রাপ্ত  মহা-পরিচালক শেখ মোঃ শামিম ইকবাল, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল এম এ মোহী, জেলা প্রশাসক  কামরুন্নাহার সিদ্দিকা, নুরুলইসরাম ঠান্ডু, মোজাম্মের হক বকুল, খলিলুর রহমান সিরাজী  জহুরুল ইসলাম মিন্টু প্রমুখ।

কাজীপুরের এই দুর্গম চরের রঘুনাথপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় চরগিরিশ ছাড়াও পাশ্ববর্তী সরিষাবাড়ি এলাকা থেকেও দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিরসহকারে জনসবায় যোগ দেন। দুপুর সোয়া একটায় হেলিকপ্টার যোগে মোহাম্মদ নাসিম জনসভস্থলে পৌছে  প্রথমে চরগিরিশ ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এবং  একই সময়ে তিনি নবনির্মিত  চরগিরিশ ইউপি-রঘুনাথপুর সড়ক এবং উত্তর ছালাল রাস্তারও  শুভ উদ্বোধন করেন।
তিনি বলেন, খালেদা জিয়া কথা বলে দাম বাড়াচ্ছেন। নির্বাচন না করলে ধানের শীষ আর খুঁজে পাওয়া যাবে না। কোন অজুহাত দেখিয়ে মিথ্যা আন্দোলনের ধুয়া তুলে লাভ নাই। আপনাদের আন্দোলন কি তা জনগন দেখেছে। আমরা খালি মাঠে গোল দিতে চাই না। ২০১৯ সালেরর নির্বাচনী মাঠে বিএনপির সাথে মোকাবেলা করে আমরা জয়ী হবো। শেখ হাসিনা উন্নয়নের নেত্রী উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা বিশ্ব বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেছে। ছিটমহল উদ্ধার, পদ্মাসেতু নির্মাণ, বিদ্যুৎ উদপাদনসহ সকল ক্ষেত্রেই উন্নয়নের মডেল এখন বাংলাদেশ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।