সিরাজগঞ্জের কামারখন্দে ওপেন হাউজ ডে এবং থানা কমিউনিটি পুলিশিং সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে। থানা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল ইসলামের সভাপতিত্বে গতকাল শনিবার সকাল ১১টায় উপজেলার কামারখন্দ হাটখোলায় ওপেন হাউজ ডে এবং থানা কমিউনিটি পুলিশিং সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, মূখ্য আলোচক হিসেবে সিরাজগঞ্জ পুলিশ সুপারের পক্ষে পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার কামারখন্দ সার্কেল মো. আতোয়ার রহমান বক্তব্য রাখেন। থানা অফিসার ইন চার্জ বাবুল উদ্দিন সরদারের পরিচালনায় অন্যন্যদের মধ্যে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা কামাল খান, সহ সভাপতি ও জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক এ্যাডভোকেট বিমল কুমার দাস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন, জেলা আওয়ামী আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট রজব আলী, জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসন শেখ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সম্পা রহমান প্রমুখ বক্তব্য রাখেন।