সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জে জ্ঞানদায়িনী স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান




বর্ণাঢ্য অনুষ্ঠানা মালার মধ্যে দিয়ে গতকাল সোমবার সিরাজগঞ্জ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি গাজী আলহাজ ইসহাক আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল হাসান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন খেলাধূলা লেখা পড়ারই একটি অংশ। খেলাধূলার মাধ্যমে জ্ঞানের পরিপূর্নতা আসে।জ্ঞানের বিকাশ ঘটে। তাই ছাত্রদেরকে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধূলা করা উচিত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ শফীউল্লাহ , সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা । সম্মানীত অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সভাপতি তাজ উদ্দিন , সাংবাদিক হেলাল আহমেদ, হৈমবালা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃঅনোয়ার হোসেন, এসবি রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ আলী, ভিক্টোরিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য মাসুদ রানা, মোনায়েম খান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আইয়ুব আলী।

সকাল ১০ টায় প্রধান অতিথি কামরুল হাসান জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সভাপতি আলহাজ ইসহাক আলী বিদ্যালয়ের পতাকা এবং জেলা শিক্ষা অফিসার ক্রীড়া পতাকা উত্তোলন করেন। পরে ছাত্রদেরকে শপথ পাঠ করানো হয়।

দুপুরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া ২০১৬ সালের জে এস এসসি পরীক্ষায় জিপিএ -৫প্রাপ্ত  এবং বার্ষিক পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী  ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকালে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের ছাত্র ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা গান পরিবেশন করে।  
 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।