সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

সলঙ্গায় ব্রিজের নিচে পড়ে থাকা অজ্ঞাত বৃদ্ধা উদ্ধার করে হাসপাতালে ভর্তি




হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোঁজা ব্রিজের নিচে থেকে সোমবার বিকেলে অজ্ঞাত এক বৃদ্ধাকে (৮০) উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে উপজেলা প্রশাসন।

বৃদ্ধাটিকে ১৫ দিন আগে কে বা কারা উল্লেখিত ব্রিজের নিচে রেখে গিয়েছিল। স্থানীয় লোকজন বৃদ্ধাটিকে খাবার দিয়ে সহযোগিতা করলেও চিকিৎসার অভাবে তার শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। একাধারে শুয়ে থাকার কারনে তার  সারা শরীরে দেখা দেয় ঘা-পচড়া।  ১৫ দিন ধরে বৃদ্ধাটি পড়ে থাকলেও কোন আপনজন নেয়নি তার খোজখবর। সোমবার সকাল ১০ টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায় উল্লেখিত ব্রিজের নিচে ছেড়া কাথা গায়ে জড়িয়ে মাটিতে শুয়ে আছে বৃদ্ধাটি। অসুস্থতার কারনে মুখে কোন কথা বলতে পারছেনা। কোন প্রশ্ন করলে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে। আর তার দুচোখ দিয়ে ঝরঝর করে বয়ে যায় অশ্রুর বন্যা। স্থানীয় লোকজন এপ্রতিবেদককে জানান-প্রায় ১৫ দিন আগে ভোর বেলায় ব্রিজের নিচে বৃদ্ধাটিকে পড়ে থাকতে দেখা যায়। ঐ সময় বৃদ্ধাটি স্থানীয়দের জানিয়ে ছিল তাকে গাড়ী থেকে এখানে নামিয়ে রেখে গেছে। কারা রেখে গেছে এ প্রশ্ন করলে বৃদ্ধাটি কোন জবাব না দিয়ে শুধুই কান্না কাটি করে। লোকজনের ধারনা ভরণ-পোষন ও সেবা শুশ্রুষার করা থেকে দায় থেকে বাঁচতে তার সন্তানেরা এখানে ফেলে রেখে যায়।

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে বৃদ্ধাটিকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জাফরুল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান-বৃদ্ধাটি খুবই অস্থির অবস্থায় আছে। সে অভিমানে কোন ঔষধ খাচ্ছেনা। তবে তার উন্নত চিকিৎসা চলছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।