সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

দারিদ্র বিমোচন ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান বর্তমান সরকারের মূল লক্ষ্য জেলা প্রশাসক

 ---
দারিদ্র বিমোচন ও অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান করা বর্তমান সরকারের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে অতিদরিদ্র জনগোষ্ঠিকে কর্মসংস্থানের মাধ্যমে ভাগ্য পরিবর্তন ঘটানো সম্ভব।  রোববার সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নে ২০১৬/২০১৭ অর্থ বছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের অধিনে  মুলিবাড়ি লোকমানের বাড়ি হতে বিশ্বরোড পর্যন্ত রাস্তা পুনঃ নির্মান কাজের শুভ উদ্বোধনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন্নাহার সিদ্দিকা বলেন- টিআর. কাবিখা, ভিজিডি, ভিজিএফ, মুক্তিযোদ্ধাভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধিভাতা,স্কুল কলেজ,মসজিদ, মাদ্রসা, মন্দির, অবকাঠামো উন্নয়ন ও অতিদরিদ্রদের জন্য জন্য কর্মসংস্থান কর্মসূচী বাস্তবায়নের মধ্যে দিয়ে  স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদকে শক্তিশালী ও মান উন্নয়ন নিশ্চিত  হয়ে থাকে। আপতকালিন সময়ে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী হতদরিদ্রদের জিবিকা নির্বাহের পথ সুগম হয়।

সয়দাবাদ ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী (ইজিপিপি) প্রকল্পের শুভ উদ্বোধন কালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজং চাম্বুগং, প্রকল্প বাস্ববায়ন কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম,সযদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নবীদুল ইসলাম প্রমূখ। এছাড়াও সরকারী কর্মকর্তা, কর্মচারী, ইউপি সদস্য,স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিকর্গ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।