প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ কিশোর বাতায়ন ‘কানেক্ট’-এর শুভ উদ্বোধন করবেন
চোখের
সামনে অপার পৃথিবী নিয়ে স্বপ্নভরা চোখে বিশ্ব দেখে কিশোররা। তাদের
স্বপ্নের পৃথিবীকে আরও বড় করতে এবার এলো কিশোর বাতায়ন ‘কানেক্ট’। এখানে
থাকবে কিশোরদের উপযোগী সব কনটেন্ট। আজ বুধবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা কিশোর বাতায়ন ‘কানেক্ট’-এর শুভ উদ্বোধন করবেন।