শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭

রাষ্ট্রপতি পুলিশ পদক পেলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ


বাংলাদেশ পুলিশের সাহসিকতা কাজের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। বীরত্বপূর্ণ কাজ, সেবা ও সাহসিকতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ১৩২ পুলিশ সদস্য পদক পেয়েছেন। 

রাজারবাগ পুলিশ লাইনসে সোমবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে ১৩২ জনকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পরিয়ে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য ২৬ জনকে ২০১৬ সালের বিপিএম এবং ৪১ জনকে পিপিএম দেয়া হয়। এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য ২৪ জন বিপিএম (সেবা) এবং ৪১ জন পিপিএম (সেবা) পেয়েছেন এবার। সোমবার ২৩ জানুয়ারী রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে বাংলাদেশ পুলিশের সাহসিকতা কাজের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ। বাংলাদেশ পুলিশের সাহসিকতা কাজের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পাওয়ায় সিরাজগঞ্জ কন্ঠ পরিবারের পক্ষ থেকে সিরাজগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদকে শুভেচ্ছা । পদকপ্রাপ্ত সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শুধু নিরাপত্তা নয়, আর্ত-পীড়িতের পাশে দাঁড়িয়ে অকৃত্রিম মানবসেবা, প্রশাসনিক দক্ষতা, এমনকি ডিজিটালাইজ সিস্টেমে দাফদরিক কাজের জন্যও প্রদান করা হয়েছে পদক।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।