শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জে আ.লীগ নেতা গ্রেফতার


সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। রানা শহরের রেলওয়ে কলোনি মহল্লার আমির হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ সদর ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক টিপু সুলতান জানান, একটি মারামারির মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সন্ধ্যায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে থানা হেফাজতে রয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।