‘উন্নয়নের গণতন্ত্র,শেখ হাসিনার মুলমন্ত্র’এ
শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যপি উন্নয়ন মেলা।
সোমবার (০৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড
কলেজ মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে উন্নয়ন মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২
আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. হাবিবে মিল্লাত মুন্না।বিশেষ অতিথির
বক্তব্য রাখেন- সিরাজগঞ্জ-পাবনা সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম
স্বপ্না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত
পুলিশ সুপার (এএসপি) আবু ইউসুফ, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের
প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য্য, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও সদর
উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন।
মেলা প্রাঙ্গন বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। মেলার ৮৭ টি স্টলে জেলার
সরকারি সকল দপ্তর, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানসমুহ অংশ গ্রহনের মাধ্যমে
সরকারের উন্নয়ন কার্যক্রম ও লক্ষ্যমাত্রা অর্জনে সরকারের
সাফল্য এবং টেকসই উন্নয়ন বাস্তবায়নের লক্ষে গৃহিত নানান
পরিকল্পনা জনগনের সামনে তুলে ধরা হয়েছে । শিক্ষক, শিক্ষার্থী ও সববয়সের নারী
পুরুষের পদচারনায় মুখরিত মেলা প্রাঙ্গন।
স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল ইসলাম। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা তার বক্তব্যে বলেন, তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সারা দেশব্যাপী এই উন্নয়ন মেলার আয়োজেন করা হয়েছে। এর আগে একটি বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । র্যালীতে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী অংশ গ্রহন করে। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।
স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ কামরুল ইসলাম। জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা তার বক্তব্যে বলেন, তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে সারা দেশব্যাপী এই উন্নয়ন মেলার আয়োজেন করা হয়েছে। এর আগে একটি বর্ণাঢ্য উন্নয়ন শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । র্যালীতে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক শত শিক্ষার্থী অংশ গ্রহন করে। ৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত।