
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহত করার পর ঢাকা নেবার পথে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত আসাদুল হক আকাশ (১৮) উল্লাপাড়ার সলপ ইউনিয়নের খান সোনতলা গ্রামের কৃষক মেনহাজ উদ্দিনের ছেলে। সে উল্লাপাড়া আর.এস. কলেজের মানবিক একাদশ শ্রেনীর ছাত্র।
উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক মোঃ সবুজ রানা জানান, খান সোনতলা তফসির মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে সোমবার দুপুরে বাগবিকন্ডা ও মারামারির ঘটনা নিয়ে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ওই ঘটনায় আকাশ মধ্যস্থতা করতে গেলে একই গ্রামের আনসার আলীর ছেলে বিদায়ী শিক্ষার্থী কোবাদ আলীর সাথে তর্কাতকির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরেই মঙ্গলবার দুপুরে খানসোনতলা গ্রামের গুলিস্থান মোড়ে আকাশকে একা পেয়ে কোবাদ ও তার বড় ভাই খালেক, বারেক ও কুরান আলীসহ বেশ ক’জন মিলে বেধড়ক পেটায়। পরে আকাশকে রাস্তায় ফেলে ইট দিয়ে মাথা থেতলে গুরতর জখম করা হয়।
স্থানীয়রা ও আকাশের স্বজনরা খবর পেয়ে আহত অবস্থায় আকাশকে উদ্ধারের পর উল্লাপাড়া বেঙ্গল হাসপাতাল ও পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে বুধবার সকালে ঢাকায় স্থানান্তরের পথেই সে মারা যায়। পুলিশ তার লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। কোবাদসহ বাকী ক’জনকে ধরার জন্য পুলিশ খানসোনতলা গ্রামে দফায় দফায় অভিযান চালাচ্ছে। দুপুরে এ রির্পোট লেখা পর্যন্ত পুলিশ কাউকেও ধরতে পারেনি বলে জানা গেছে।