অবশেষে সততার পুরস্কার পেলেন রাজশাহী বিভাগে পর পর ১৩ বার শ্রেষ্ট কোর্ট ইন্সপেক্টর সিরাজগঞ্জের কোর্ট ইন্সপেক্টর মো: শহিদুল্লাহ। তিনি ইন্সপেক্টর থেকে সহকারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি লাভ করেছেন। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তিনিসহ মোট ৮১ জন ইন্সরপেক্টরকে সহকারি পুলিশ সুপার হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এই খবরে তার আত্বীয় স্বজন বন্ধুবান্ধব আনন্দ ও স্বস্তি প্রকাশ করেছেন। অনেকে বলেছেন দেরীতে হলেও একজন দক্ষ অফিসারের স্বীকৃতি পেলেন তিনি। এ জন্য তারা সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এর আগে সততা এবং দক্ষতার কারণে সিরাজগঞ্জের কোর্ট ইন্সপেক্টর মো: শহিদুল্লাহ পর পর ১৩ বার রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর নির্বাচিত হন। রাজশাহী রেঞ্জের তৎকালীণ ডিআইজি ইকবাল বাহার পিপিএম তার হাতে সার্টিফিকেট তুলে দেন।
উল্লেখ্য, সিরাজগঞ্জের কোর্ট ইন্সপেক্টর মো: শহিদুল্লাহ পাবনা, দিনাজপুর, মাগুরা বগুড়া, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সততা ও নিষ্টার সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি কমিউনিটি পুলিশ ব্যবস্থায় গঠনে তার কর্মকালীণ এলাকায় গুরুত্বপুর্ন ভূমিকা রাখেন। সিরাজগঞ্জের কোর্ট ইন্সপেক্টর হিসেবে তিনি জেলায় বিভিন্ন সময় আটক মাদক দ্রব্য ধংস করে ব্যাপকভাবে প্রসংশিত হন। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ের জনক। পর পর ত্রয়োদশ বার বিভাগীয় বিবেচনায় শ্রেষ্ঠ কোর্ট ইন্সপেক্টর নির্বাচিত হয়ে তিনি বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শুভাকাঙ্খী ও সুধী জনেরা দেশ সেবার জন্য আরও কৃতিত্বের স্বাক্ষর রাখতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি তার কর্মকান্ডকে আরো এগিয়ে নেবে বলে তিনি আশাব্যক্ত করেছেন।