র্যাব তার জন্মলগ্ন হতেই সন্ত্রাসী, খুনী, ঘৃন্য অপরাধীসহ বিভিন্ন ধরণের দুঃস্কৃতিকারীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযান পরিচালনা করে অপরাধ নির্মুলে বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে (২৫ জানুয়ারি) বুধবার রাত্রী দেড়টার দিকে সিরাজগঞ্জ স্পেশাল কোম্পানী র্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন ও স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন রান্ধুনীবাড়ীতে অভিযান পরিচালনা করে তিনজন কুখ্যাত ডাকাতদের গ্রেফতার করেছেন। আটককৃতরা হলেন টাঙ্গাইলের ভূয়াপুরের চরবিহানী গ্রামের পাষান আলী আকন্দের ছেলে নজরুল ইসলাম ওরফে নজরুল (৩৫), সিরাজগঞ্জ সদরের রামগাতি এলাকার জুড়ান আলীর ছেলে নুরুল ইসলাম (৫২) এবং পাইকপাড়ার আব্দুল হাকিমের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫)।
স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসিবুল আলম জানান, “আটককৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলিসহ দুইটি পাইপগান, একটি বড় ছুরি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তিনি আরো বলেন, এ চক্রটি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ, টাঙ্গাইলসহ আশপাশের জেলাগুলোতে ডাকাতি, ছিনতাই, চুরি, অপহরণ, ধর্ষণ হত্যাসহ বিভিন্ন ধরণের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে আসছিল। এছাড়া তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর, কাজিপুর ও টাঙ্গাইলের ভূয়াপুর থানায় বেশ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে ‘ডাকাতরা’ তাদের সন্ত্রাসী কর্মকান্ডের কথা স্বীকারও করেছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।”