রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষা মেলা ২০১৭ অনুষ্ঠিত

সিরাজগঞ্জের রায়গঞ্জে শিক্ষা মেলা ২০১৭ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার রায়গঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ন্যাশনাল ডেভলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) গণস্বাক্ষরতা অভিযান কর্তৃক আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশের) এম.পি গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

ধানগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর ওবায়দুল ইসলাম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এম.পি গাজী ম.ম.আমজাদ হোসেন মিলন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল আখতার, এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আখতারুজ্জামান, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম রফিকুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম ঝন্টু প্রমূখ। উক্ত মেলায় ধানগড়া ইউনিয়নের ১৯টি সকরারি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি কিন্ডার গার্টেন স্কুলের স্টলসহ মোট ২২টি স্টল অংশগ্রহন করেছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।