সিরাজগঞ্জে হোসেনপুর এলাকার নিলিমা খাতুন (২২) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সিরাজগঞ্জ শহরের হোসেনপুর বাগানবাড়ি মহল্লার মনির হোসেনের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নীলিমা তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকার বাসিন্দা ও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রী।
বাড়ির মালিক মনিরুল ইসলাম জানান, গত ১৫ দিন আগে কামারখন্দের ভদ্রঘাটের কুঠির চর এলাকার ফরিদুল ইসলাম কলেজছাত্রী নিলিমাকে ফুপাতো বোন পরিচয় দিয়ে হোসেনপুর এলাকার মনির হোসেনের বাড়ি ভাড়া নেয়। ভাড়া নেয়ার কয়েকদিন পর সে নিজ বাড়িতে বেড়ানোর জন্য যায়। গত দুইদিন আগে আবার ভাড়া বাড়িতে চলে আসে।
প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে সে ঘুমাতে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত সে ঘুম থেকে জেগে না ওঠায় বাড়ির মালিক তাকে ডাকতে শুরু করে। এসময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
বাড়ির মালিক মনিরুল ইসলাম জানান, গত ১৫ দিন আগে কামারখন্দের ভদ্রঘাটের কুঠির চর এলাকার ফরিদুল ইসলাম কলেজছাত্রী নিলিমাকে ফুপাতো বোন পরিচয় দিয়ে হোসেনপুর এলাকার মনির হোসেনের বাড়ি ভাড়া নেয়। ভাড়া নেয়ার কয়েকদিন পর সে নিজ বাড়িতে বেড়ানোর জন্য যায়। গত দুইদিন আগে আবার ভাড়া বাড়িতে চলে আসে।
প্রতিদিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে সে ঘুমাতে যায়। মঙ্গলবার দুপুর পর্যন্ত সে ঘুম থেকে জেগে না ওঠায় বাড়ির মালিক তাকে ডাকতে শুরু করে। এসময় তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির মালিক পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হেলাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে জানান, কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।