মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে বিদেশি রিভলবার ও গুলিসহ ও ৩ জন আটক

সিরাজগঞ্জের কামারখন্দে স্পেশাল কোম্পানি র‌্যাব-১২ এর বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ তিনজনকে আটক হয়েছে। সোমবার গভীর রাতে কামারখন্দ উপজেলার জামতৈল রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন। মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার হাসিবুল আলম। আটকরা হলেন- জেলার বেলকুচি উপজেলার মাইঝাইল পশ্চিমপাড়ার মৃত আকছেদ আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৪৫), মাইঝাইল দক্ষিণপাড়ার হানিফ মন্ডলের ছেলে চাঁদ আলী (৩৫) ও সদর উপজেলার পাইকপাড়া
গ্রামের ইনছান আলীর ছেলে রফিকুল ইসলাম (৫২)।

ক্যাম্প কমান্ডার হাসিবুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কামারখন্দ উপজেলার জামতৈল রেল ক্রসিংয়ের পাশে অস্ত্র বেচাকেনার সময় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি সহ ওই তিনজন অস্ত্র ব্যবসায়ীকে হাতে-নাতে আটক করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জসহ আশপাশের জেলাগুলোতে অস্ত্র বেচাকেনা করে আসছিল। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলা দায়ের করা হয়েছে।


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।