উৎসবের রঙে মাতি আমরা এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দেশের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের (প্রতিবন্ধিদের) নিয়ে এসএ টিভির ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি হীরক গুণের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
বক্তব্য রাখেন
আলোচনা সভার আগে এক প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বেলুন উড়িয়ে এক বর্নাঢ্য র্যালীর উদ্বোধন করার পর র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালীতে প্রধান অতিথি বিশেষ অতিথি সহ সাংবাদিক কেবল অপারেটর সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং বাক ও শ্রবণ প্রতিবন্ধি শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।