বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

বঙ্গবন্ধু স্যাটেলাইট চলতি বছরের ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসেই উৎক্ষেপণ

বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ চলতি বছরের বিজয় দিবসেই মহাকাশে ডানা মেলবে আগামী ১৬ ই ডিসেম্বর। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় ৭৪ শতাংশ কাজ। এগিয়ে চলছে আর্থ স্টেশন তৈরি কাজও। প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন, উপগ্রহটি মহাকাশে যাবার পর, দেশের টেলিযোগাযোগ ও সম্প্রচার মাধ্যমে বিপ্লব ঘটবে। দেশের প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বর্তমান কর্মপরিকল্পনা অনুযায়ী আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উৎক্ষেপণ করা সম্ভব হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ তথ্য জানানো হয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।