শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

নবনির্বাচিত সিরাজগঞ্জ জেলা পরিষদের  চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাসের বর্ণাঢ্য গনসংবর্ধনা।

সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যবৃন্দকে গনসংবর্ধনা দিয়েছে বেলকুচি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন। শনিবার বিকেলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বর্ণাঢ্য এক গনসংবর্ধনা অনুষ্ঠানের উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ এ.কে.এম ইউসূফজী খানের সভাপতিত্বে সদর-কামারখন্দ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সিরাজগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেন। এসময় আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-পাবনা আসনের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খান, কে এম হোসেন আলী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সেলিনা পারভিন পান্না প্রমুখ।

অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, শাহজাদপুর পৌর মেয়র গাজী হালিমুর হক মিরু, বেলকুচি উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি সংঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান তালুকদার।

এর পূর্বে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সাজ্জাদুল হক রেজার নেতৃত্বে
দলীয় নেতৃবৃন্দ ও সাধারন জনগনসহ প্রায় ৫হাজার মোটর সাইকেল নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে সিরাজগঞ্জ থেকে জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসকে বরণ করে নিয়ে আসেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।