অবশেষে সিডিউল মোতাবেক সিরাজগঞ্জে এলজিএসপির রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে। রোববার (২২ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার ভেওয়ামারা পাকা রাস্তা থেকে শরীফুল ইসলামের বাড়ী পর্যন্ত ৬০ মিটার দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের সড়কটির আরসিসি ঢালাই সম্পন্ন করা হয়। নির্মাণকাজ পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং, উপজেলা প্রেকৌশলী মোঃ বদরুদ্দোজা, স্থানীয় সরকার বিভাগের ডি এফ মুক্তি রানী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন।
এর আগে অনিয়মের অভিযোগে দু দফায় এ রাস্তা নির্মাণ কাজ স্থগিত করেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) জনপ্রিয় কয়েকটি পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদও প্রকাশিত হয়।
এর আগে অনিয়মের অভিযোগে দু দফায় এ রাস্তা নির্মাণ কাজ স্থগিত করেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) জনপ্রিয় কয়েকটি পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদও প্রকাশিত হয়।
সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন জানান, এলজিএসপির অর্থায়নে সাড়ে চার লাখ টাকা ব্যয়ে আসলাম এন্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান এ রাস্তার কাজ করছে। কিছুটা ত্রুটির কারণে কাজ বন্ধ ছিল। আজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে ও সিডিউল মোতাবেক ঢালাই সম্পন্ন করা হচ্ছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ বদরুদ্দোজা জানান, আমরা সকাল থেকেই দাড়িয়ে থেকে কাজ বুঝে নিয়েছি। এখানে কোন অনিয়মের সুযোগ নাই।