রবিবার, ২২ জানুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জে অবশেষে স্থগিত করা নির্মাণ কাজ সিডিউল অনুযায়ী এলজিএসপির রাস্তা নির্মাণ সম্পন্ন


অবশেষে সিডিউল মোতাবেক সিরাজগঞ্জে এলজিএসপির রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে। রোববার (২২ জানুয়ারী) বিকেলে সদর উপজেলার ভেওয়ামারা পাকা রাস্তা থেকে শরীফুল ইসলামের বাড়ী পর্যন্ত ৬০ মিটার দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের সড়কটির আরসিসি ঢালাই সম্পন্ন করা হয়। নির্মাণকাজ পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ব্রেনজন চাম্বুগং, উপজেলা প্রেকৌশলী মোঃ বদরুদ্দোজা, স্থানীয় সরকার বিভাগের ডি এফ মুক্তি রানী ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন।

এর আগে অনিয়মের অভিযোগে দু দফায় এ রাস্তা নির্মাণ কাজ স্থগিত করেন কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) জনপ্রিয় কয়েকটি পত্রিকা ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল সংবাদও প্রকাশিত হয়।
সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খোকন জানান, এলজিএসপির অর্থায়নে সাড়ে চার লাখ টাকা ব্যয়ে আসলাম এন্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান এ রাস্তার কাজ করছে। কিছুটা ত্রুটির কারণে কাজ বন্ধ ছিল। আজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে সুষ্ঠুভাবে ও সিডিউল মোতাবেক ঢালাই সম্পন্ন করা হচ্ছে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ বদরুদ্দোজা জানান, আমরা সকাল থেকেই দাড়িয়ে থেকে কাজ বুঝে নিয়েছি। এখানে কোন অনিয়মের সুযোগ নাই।


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।