রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

সিরাজগঞ্জে ৩দিন ব্যাপী রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত


 

সিরাজগঞ্জের সলঙ্গায় ৩ দিন ব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে রক্তাক্ত সলঙ্গা বিদ্রোহ দিবস পালিত হয়েছে। সলঙ্গা সমাজ কল্যান সমিতি ও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের যৌথ ভাবে ২৭.২৮ ও ২৯ জানুয়ারি এ ৩দিন ব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়।

কর্মসূচি মধ্য ছিল বর্নাঢ্য র‌্যালী, আলোচনা সভা,কুইজ প্রতিযোগীতা, সালাম গ্রহন,বির্তক  প্রতিযোগীতা,কবিতা আবৃতি, উপস্থিত বক্তৃতা, বইপড়া প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণ। অনুষ্ঠান গুলোতে সভাপতিত্ব করেন সলঙ্গা সমাজ কল্যান সমিতি ও মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি গজেন্দ্রনাথ মন্ডল  ও সাধারণ সম্পাদক সম্পাদক কালীপদ কুন্ড অনুষ্ঠান মালা গুলো পরিচালনা করেন। অনুষ্টানের প্রথম দিন আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল মারুফ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,সলঙ্গা বায়তুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক  আলহাজ্ব দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগারের সদস্য আব্দুল মান্নান খান,আব্দুল খালেক মনি প্রমুখ।


সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।