শনিবার, ২৮ জানুয়ারী, ২০১৭

মেলার নামে অসামাজিক কার্যকলাপ করায় ডিসির নির্দেশে বন্ধ


মেলার নামে অসামাজিক কার্যকলাপ করায় ডিসির নির্দেশে বন্ধ


সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার করতোয়া নদীর তীরে চান্দাইকোনার ত্রিমোহনীতে কুটির শিল্প-বাণিজ্য ও আনন্দ মেলার নামে জুয়া-নগ্ন নৃত্য ও মাদকের ব্যবসা করায় মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে। শনিবার রাত নয়টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কামরুন নাহার নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সোহেল মারুফ ও রায়গঞ্জ থানার ওসি মাহবুব আলম পুলিশ ফোর্স নিয়ে মেলাটি বন্ধ করে দেন।

জানা যায়, মুনসুর স্মৃতি সংসদের নাম ব্যবহার করে উপজেলা আওয়ামীলীগ জেলা প্রশাসনের অনুমতি নিয়ে মাসব্যাপী কুটির শিল্প ও আনন্দ মেলার আয়োজন করেন। কিন্তু মেলার শুরু থেকেই উপজেলা আওয়ামীলীগের সভাপতি সফিউল আলমের সহায়তায় মেলার মুল আয়োজক দুলাল হোসেন প্রকাশ্যে জুয়া খেলার ফর বসায়। প্রতিরাতে কোটি টাকার জুয়া খেলা হয় মেলাতে। এছাড়াও র‌্যাফেল ড্র নামে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার টিকিট বিক্রি করে। এতে দিনমজুর ও কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও মেলার আশপাশে মাদক ব্যবসা শুরু করা হয়। এ সকল অবৈধ কাজকর্ম প্রশাসনকে ম্যানেজ করে করা হচ্ছে বলে দাপট দেখান। পরে জেলা প্রশাসক কামরুন নাহার বিষয়টি অবগত হয়ে মেলাটি বন্ধের নির্দেশ দেন। মেলাটি বন্ধ করে দেয়ায় স্থানীয় জনসাধারন প্রশাসনের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, রাত নয়টার দিকে মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু র‌্যাফেল ড্র কিছু ফলাফল ঘোষণার কারণে রাতটুকু সময় দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভুমি) সোহেল মারুফ জানান, জুয়া খেলাসহ মেলার সকল কার্যক্রম বন্ধ করে রাতেই মধ্যেই সবকিছু সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।