রবিবার, ২৯ জানুয়ারী, ২০১৭

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে পাবনায় ঘন্টাব্যাপী সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

এটিএন নিউজের সাংবাদিক ও ক্যামেরা পারসনের উপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন করেছে টেলিভিশন ও অনলাইন সাংবাদিক সমিতি। আজ রোববার বেলা বারটায় পাবনা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে পাবনায় কর্মরত গমাধ্যমকর্মীরা ছাড়াও রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, শিক্ষক ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। 

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বুধবারের হরতালে সাংবাদিকদের উপর নির্মম পুলিশী নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।