
সকাল থেকে হঠাৎ করে রিক্সা ও ভ্যান ধর্মঘটের ফলে বিপাকে পড়েছেন সাধারন মানুষ ও স্কুল-কলেজ গামী ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা। দুর-দুরন্ত থেকে ছাত্র-ছাত্রীদের পায়ে হেটে স্কুলে আসতে দেখা গেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। মালামাল নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে শহরের মানুষকে।
সিরাজগঞ্জ রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক আবুল কালাম বলেন, শহরের মধ্যবিত্ত ও নি¤œবিত্ত মানুষেরা সাধারনত রিক্সায় চলাচল করে। তাতে যে টাকা আয় করে রিক্সা শ্রমিকরা তা দিয়ে সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে। এঅবস্থায় অবৈধ ব্যাচারী চালিত অটোরিক্সা পৌর এলাকার মধ্যে যাত্রী বহন করায় রিক্সায় আর যাত্রী উঠতে চায় না। একারনে পৌর এলাকা থেকে ব্যাটারী চালত অটোরিক্সা বন্ধের দাবীতে ধর্মঘট পালন করছে রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা।
ব্যাটারি চালিত অটোরিক্সা মালিক সমিতিন নেতা মাসুদ রানা বলেন, ব্যাটারী চালিত অটোরিক্সা শহরের মধ্যে যায় না। তারা সিরাজগঞ্জ বাজার ষ্টেশন থেকে নলকা এবং রেলগেট থেকে কড্ডার মোড় পর্যন্ত ভাড়ায় যায়। এতে রিক্সা শ্রমিকদের সমস্য হওয়ার কথা না তারপরও তারা ধর্মঘট পালন করছে।