বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

মোবাইল দিয়েই জানা যাবে আমার বাইকটা এখন কোথায় আছে।

ইদানিং যে হারে বাইক চুরি যাচ্ছে তাতে দামী বাইক ওয়ালাদের ঘুম হারাম! মার্কেটের নিচ থেকে ২ মিনিটে তালা ভেঙ্গে কিংবা ডাইরেক্ট পিক-আপে উঠিয়ে বাইক নিয়ে যাচ্ছে! কারো কারো তো একেবারে নিজ বাড়ি থেকেই কলাপসিবল গেট ভেঙ্গে নিয়ে যায়! এমন যদি হতো যে বাইকের সাথে একটা ২৪ ঘন্টার দারোয়ান রাখা যেত! যে কিনা কেউ বাইক ধরে সামান্য ঝাকাঝাকি বা পিক-আপে উঠিয়ে নিয়ে গেলেও আমাকে মোবাইলে সেটা জানিয়ে দেবে! আবার মোবাইল দিয়েই জানা যাবে আমার বাইকটা এখন কোথায় আছে, চলছে না দাঁড়িয়ে আছে... কোন রাস্তা দিয়ে যাচ্ছে আর কত গতিতেই বা যাচ্ছে! এমনকি মোবাইল থেকে জাস্ট একটা মেসেজ দিয়েই থামিয়ে দেয়া যাবে স্টার্ট! সারাদিন ধরে কিক/সেলফ বা চাবি মোচর দিয়েও স্টার্ট করা যাবে না আর!
হ্যাঁ... এরকমই একটা পুর্নাংগ সেফটি ডিভাইস নিয়ে এই প্রথম বারের মত বাংলাদেশের বাইকের মালিকদের জন্য SHASAKA নিয়ে এসেছে একটি চমৎকার সার্ভিস!

এখন আপনি যেকোন সময় যেকোন জায়গায় বসে মোবাইল থেকেই জানতে পারবেন আপনার বাইকের বর্তমান অবস্থান, গতি ও সার্বিক অবস্থা!

মোবাইলে স্বয়ংক্রিয় ভাবে মেসেজ চলে আসবে যদি কেউ কোন ভাবে আপনার বাইক চালু করে বা এমনকি পিক-আপে তুলেও নিয়ে যায়! ফুল এক্সেস দিয়ে দেয়া হবে কোম্পানির সার্ভারের যেখান থেকে আপনি দেখতে পারবেন আপনার বাইকের সার্বিক তথ্য এমনকি যে কোন দিনের যে কোন সময়ের হিস্ট্রি!

বিস্তারিত জানতে কল করুন এক্ষুণিঃ [ 01948 030 732 ] এছাড়াও আমাদের ওয়েব সাইট তো আছেই... www.shasaka.com

Hotline Number: 01948 030 732
Hotline Number: 01948 030 732

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছাড়া ও কাওয়াকোলা ইউনিয়নে বাল্যবিয়ের হিড়িক।

 
সিরাজগঞ্জ সদর উপজেলার মেছাড়া ও কাওয়াকোলা ইউনিয়নের চরাঞ্চলে বাল্যবিয়ের হিড়িক পড়েছে। ঈদুল আজহার পরদিন থেকে এ পর্যন্ত এই দু'টি ইউনিয়নে অর্ধশতাধিক বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে।

এ দু'টি ইউনিয়নের ম্যারিজ রেজিস্টারগণ আইনের তোয়াক্কা না করে দেদারসে ১৩/১৪ বছরের মেয়েকে ১৮ বছর বানিয়ে বিয়ের রেজিস্ট্রেশন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মেছড়া ইউনিয়নে গটিয়ার চরের একজন মাতব্বর জানান, গটিয়ার চর, রূপসা, তেঘরী, হাঁড়িভাঙ্গাসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে গত এক সপ্তাহে বেশ কয়েকটি বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে। একইভাবে পার্শ্ববর্তী কাওয়াকোলা ইউনিয়নের গ্রামগুলোতে অনেকগুলো বাল্যবিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাল্যবিয়ে আইনগত নিষিদ্ধ থাকলেও চরাঞ্চলের কতিপয় ম্যারিজ রেজিস্টার এবং এক শ্রেণীর মাতব্বরেরা তা মানছেন না।

এ ব্যাপারে ইউপি মেম্বার চেয়ারম্যানদেরও কোন পদক্ষেপ নেই। চরাঞ্চলে বাল্যবিয়ে বন্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি এবং ম্যারিজ রেজিস্টারকে সচেতন করার দাবি সচেতন এলাকাবাসীর।

আগামীকাল থেকে জয়ের নির্বাচনী প্রচারনা শুরু

আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ সজীব ওয়াজেদ জয় আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আগামীকাল শুক্রবার দক্ষিণাঞ্চলে এক দিনের সফরে সড়কপথে গোপালগঞ্জ আসছেন তিনি। পরদিন শনিবার তিনি বাগেরহাট, খুলনা ও যশোর যাবেন বলে জানা গেছে। এ সফরে পথে পথে তিনি অসংখ্য পথসভায়ও বক্তব্য রাখবেন। এ সময় শেখ রেহানার ছেলে রেদোয়ান সিদ্দিকী ববি, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপিসহ অন্যান্য নেতাও তার সাথে থাকবেন। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন এবিনিউজ এ তথ্য জানান।
এদিকে সজীব ওয়াজেদের আগমন উপলক্ষে গোপালগঞ্জে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। শহর ও শহরতলি এবং ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে জয়কে স্বাগত জানিয়ে গোপালগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে বেশ কিছু তোড়ন নির্মাণ করা হয়েছে। হরিদাসপুর থেকে খালেক বাজার পর্যন্ত রাস্তার দুধারে জনগণ দাঁড়িয়ে জয়কে ফুল ছিটিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানাবে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব আলী খান বলেন, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো ইতিমধ্যে নানা প্রস্তুতি নিয়েছে। শুক্রবার বেলা তিনটার দিকে টুঙ্গিপাড়ায় জয়ের সঙ্গে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বৈঠকে মিলিত হবেন।
খোকন জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সজীব ওয়াজেদ জয় গোপালগঞ্জে তার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে আসছেন। এর মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর ছেলে দক্ষিণাঞ্চল সফর শুরু করবেন। তিনি জানান, সকাল সাড়ে সাতটার দিকে রাজধানী ঢাকা থেকে সড়কপথে জয় সফরসঙ্গীদের নিয়ে রওনা হবেন। পথে শ্রীনগর, মাওয়াঘাট, শিবচর, ভাঙ্গামোড়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়, কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়, গোপালগঞ্জ শহরতলির ঘোনাপাড়াসহ অসংখ্য নির্ধারিত এবং অনির্ধারিত পথসভায় বক্তব্য দেবেন তিনি। ওসব পথসভায় বিগত পাঁচ বছরে সরকারের সাফল্য ও জামায়াত-বিএনপির দেশবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরবেন জয়।
জানা যায়, টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ নিবেদন ও জিয়ারত করবেন জয়। তিনি সামাধিসৌধ কমপ্লেক্স মসজিদে নামাজ আদায় করবেন। এ সময় জয় মায়ের শৈশব ও কৈশরের স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ জাদুঘর ও লাইব্রেরি ঘুরে দেখবেন। আত্মীয়স্বজন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন তিনি। স্থানীয় বঙ্গবন্ধু ভবনেই রাত্রিযাপন শেষে শনিবার সকালে জয় বাগেরহাট, খুলনা ও যশোরের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।


সিরাজগঞ্জ, শাহজাদপুরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০।

শাহজাদপুরে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি চলাকালে ২ এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে যুবদল নেতা মনিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে বগুড়ায় পাঠানো হয়েছে। 
পুলিশ ও দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রামবাড়ী এলাকায় পৌঁছলে পিছনের দিকে পৌর বিএনপির সভাপতি ও সম্ভাব্য এমপি প্রার্থী তারিকুল ইসলাম আরিফ ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ড. এমএ মতিনের ছেলে সম্ভাব্য এমপি প্রার্থী (জাপা, না-ম) ড. এমএ মহিতের কর্মী- সমর্থকদের মধ্যে মারপিট ও সংঘর্ষের ঘটনা ঘটে। 
এ বিষয়ে তারিকুল ইসলাম আরিফ বলেন, উপজেলা বিএনপি’র রাজনীতির সাথে ড. মহিতের কোন সম্পৃক্ততা নেই। তিনি হঠাৎ মিছিলে প্রবেশ করায় উত্তেজনা দেখা দেয়। এ সময় তার সমর্থকরা পোরজনা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ও সাজুসহ ৭/৮জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। 

১৮দলের ২ সহস্রাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

১৮ দলের টানা ৬০ ঘণ্টা হরতালে সিরাজগঞ্জে ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা ও বিষ্ফোরকদ্রব্য আইনে সিরাজগঞ্জ সদর থানায় পৃথক দুইটি মামলা হয়েছে।

পুলিশ বাদী হয়ে এ দুটি মামলায় শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখপূর্বক অজ্ঞাত ২ সহস্রাধিক বিএনপি-জামায়াত-শিবির নেতাকর্মীর বিরুদ্ধে এই মামলা দায়ের করে।

মামলায় জড়িত অভিযোগে ছাত্রদল নেতা রাজেশসহ ইতিমধ্যেই ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উল্লেখ্য, ১৮ দলের হরতাল চলাকালে পিকেটাররা মহাসড়কসহ বহুলী, রহমতগঞ্জ, কাঠেরপুল, খোকশাবাড়ি, কোনাবাড়ি, নলকা ও সীমান্ত বাজার এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করলে পুলিশের সাথে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।

সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

সিরাজগঞ্জে ইছাহাক আলী (২৫) নামে এক অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করেছে দুবৃত্তরা। বুধবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে সয়দাবাদ-সিরাজগঞ্জ বাইপাস সড়কের ছাতিয়ানতলি এলাকায় একটি খালের পাশ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইছাহাক আলী সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার আব্দুস সাত্তারের পুত্র।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে কাজে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে বেলা পৌনে এগারটার দিকে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময়ে দুবৃত্তরা অটোরিক্সা ছিনতাই করতে গেলে ইছাহাক বাধা দেয়। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুব্যত্তরা।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই মওদুদ সম্পর্কে সাবেক রাষ্ট্রপতি এরসাদ বলেন, "তিনি এমএ পাস করে মেট্রিকে ভর্তি হয়েছেন। দূর্নীতির মামলায় ১০ বছরের সাজা হয়েছিল তার, আমি ক্ষমা করে দিয়েছি"।

২০০৭ সালে ১/১১ সরকারের সময় আটক থাকাকালীন “কারাগারে কেমন ছিলাম”- ব্যারিস্টার মওদুদের লেখা বইয়ে তিনি বঙ্গবন্ধু সমন্ধে বলেছেন, বঙ্গবন্ধু ইতিহাসের মহান তম নায়ক। তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে প্রবাদ বাক্যের মতোই ভাস্বর হয়ে থাকবেন।
ইতিহাসের পাতা থেকে
১৯৬৯ সালে আগরতলা ষড়যন্ত মামলায় শেখ মুজিবুর রহমান গ্রেফতার হলে তাঁকে মুক্ত করতে তৎকালীন প্রখ্যাত কৌশলী টমাস উইলিয়ামসকে লন্ডন থেকে আনা হয়। তাঁর প্রধান সহযোগী ছিলেন তরুন ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং ব্যারিস্টার মওদুদ আহমেদ। ১৯৭১-এ মার্চে ইয়াহিয়া খান কর্তৃক আহুত গোলটেবিল বৈঠক মওদুদ আহমেদ শেখ মুজিবুর রহমানের সাথে ছিলেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় তিনি মুজিব নগর সরকারের পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের ওএসডি ছিলেন। আর এই মন্ত্রালয়ের দায়িত্বে ছিলেন খন্দকার মোশতাক আহমেদ। সেই সাথে এদের নীতি ছিল আমেরিকার সাথে হাত মিলিয়ে যুদ্ধ বিরতি নিয়ে আসা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পণ্ডিত রবীশংকর এবং জর্জ হ্যারিসন বাঙালির পাশে দাঁড়িয়েছিলেন। তারা সাড়ে তিন লক্ষ ব্রিটিস পাউন্ড সংগ্রহ করেন, সেই ফান্ডের রক্ষক ছিলেন বৃটিস সিনেটর জনষ্টোন হাউস এবং মওদুদ। পুরু টাকা চুরির দায়ে জনষ্টোন হাউসের মন্ত্রীত্ব যায় ও সাড়ে তিন বছর কারা করেন। বৃটিস সরকার মওদুদকে ঐ মামলায় চাইলেও তৎকালীন সময়ে আসামী বিনিময়ের কোন চুক্তি না থাকায় মওদুদকে রাষ্ট্র হস্তান্তর করতে পারে নাই। সরকার দেশে বিচারের জন্য পিও ৫০ আদেশবলে গ্রেফতার করে জেলখানায় প্রেরন করে। মিথ্যার বরপুত্র মওদুদ পরবর্তীতে বিভিন্ন মিথ্যার আশ্রয় নিয়ে আইনের ফাক গলে জেল থেকে বের হয়ে আসেন। এই মওদুদ সম্পর্কে সাবেক রাষ্ট্রপতি এরসাদ বলেন, "তিনি এমএ পাস করে মেট্রিকে ভর্তি হয়েছেন। দূর্নীতির মামলায় ১০ বছরের সাজা হয়েছিল তার, আমি ক্ষমা করে দিয়েছি"।
১৯৭৫ এ বঙ্গবন্ধু হত্যার পর নিজের নগ্ন স্বার্থান্বেষী চরিত্রটি উন্মোচিত করে মওদুদ আহমেদসহ অনেকেই রয়েছেন যারা পরবর্তীতে বিএনপিতে যোগদান করেছেন। ডিগবাজির রাজনীতিবিদ হিসেবে এদেশের মানুষের কাছে মওদুদ আহমেদ সুপরিচিত।


বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

নভেম্বরের প্রথম সপ্তাহে তিনদিনের টানা হরতাল দেয়ার সিদ্ধান্ত


আন্দোলনের কর্মসূচি চুড়ান্ত করতে ১৮ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে ১৮ দলীয় জোটের নেতাদের সাথে সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন খালেদা জিয়া। আলোচনায় উঠে আসে সংলাপের প্রসঙ্গও। সরকার বিরোধী দলের আন্দোলন বানচাল করার কৌশল হিসেবে সময় ক্ষেপনের জন্য সংলাপের কথা বলছে বলে একমত হন ১৮ দলীয় জোট নেতারা। জোটের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল, অবরোধসহ দীর্ঘমেয়াদি কর্মসূচির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। নতুন কর্মসূচি হিসেবে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনদিনের টানা হরতাল দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় বৈঠক সূত্র। এর আগে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনদিনের অবরোধ কর্মসূচি দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল।
আন্দোলনের কর্মসূচি চুড়ান্ত করতে ১৮ দলীয় জোটের  নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক  হয়।
বৈঠকে ১৮ দলীয় জোটের নেতাদের সাথে সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন খালেদা জিয়া। আলোচনায় উঠে আসে সংলাপের প্রসঙ্গও। সরকার বিরোধী দলের আন্দোলন বানচাল করার কৌশল হিসেবে সময় ক্ষেপনের জন্য সংলাপের কথা বলছে বলে একমত হন ১৮ দলীয় জোট নেতারা। জোটের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল, অবরোধসহ দীর্ঘমেয়াদি কর্মসূচির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। নতুন কর্মসূচি হিসেবে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনদিনের টানা হরতাল দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় বৈঠক সূত্র। এর আগে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনদিনের অবরোধ কর্মসূচি দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল।
- See more at: http://independent24.tv/?p=87747#sthash.tRfxecoI.dpuf

সিরাজগঞ্জে ধর্ষিতা ২ শিশু হাসপাতালে কাতারাচ্ছে

সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ধর্ষণের শিকার ২ শিশু চিকিৎসাধীন অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে কাতরাচ্ছে। এরা হলো- রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের ট্রাক চালক আব্দুল মোমিনের ৫ বছর বয়সী শিশু কন্যা ও শিশু শ্রেনীর ছাত্রী এবং তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পোত্ততা গ্রামের দিনমজুর আমির হোসেনের ১৫ বছর বয়সী কিশোরী। মঙ্গলবার সন্ধ্যার পর এদের হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের জরুরী বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ ফয়সাল আহম্মেদ জানান, ধর্ষিতা শিশু ২টির রক্তক্ষরণ হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া গেছে। তাদের গাইনী ও শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বুধবার যে কোন সময় তাদের মেডিক্যাল পরীক্ষা করানো হবে। রায়গঞ্জের ধর্ষিতা শিশুর মামা সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন, মঙ্গলবার দুপুর ২টার দিকে আকস্কিক শিশু ভাগ্নিকে খুজে পাওয়া যাচ্ছিল না। ওই সময় নিজ বাড়িতে আটকে রেখে পাশ্ববর্তী কর্মা মাহাতো’র ছেলে দীপু মাহাতো (১৪) শিশুটিকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। ঘটনার সময় ওই বাড়িতে দীপু ছাড়া কেউ ছিল না। সংবাদ পেয়ে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে রাত ১০টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান জানান, বুধবার দুপুর পর্যন্ত কেউ মামলা করতে আসেনি। এলে মামলা গ্রহনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তাড়াশের ধর্ষিতা কিশোরীর চাচী লতা খাতুন অভিযোগ করে বলেন, মাতৃহীন শিশুটি সোমবার বিকেলে গবাদি পশুর জন্য মাঠে ঘাস তুলতে গেলে পাশ্ববর্তী হাবিবের ছেলে আরিফুল ইসলাম (২৪) ভাতিজীকে ধরে মুখ ও গলায় গামছা পেচিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বাকরুদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মঙ্গলবার সন্ধ্যার পর তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রফিক জানান, ধর্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে ওই পরিবারের সকলে পলাতক রয়েছে।

এলজিইডি মোড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা আলম মৃত্যু শয্যায়

প্রতিপক্ষের ছুরিকাঘাতে জেলা যুবদলের ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আলম সেখ ও যুবদলকর্মী লিপন গুরুতর আহত হয়েছে। এদেরকে আশংকাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমের অবস্থা আশংকাজনক। ক্ষত স্থান অনবরত রক্ত বের হচ্ছে।
দলীয় সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদ্যনাথ এলজিইডি অফিসের সামনে হরতালের সমর্থনে যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা পিকেটিং করছিল। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও প্রচার সম্পাদক ভাংড়ী ব্যবসায়ী জিব্রাইল হোসেন ঘটনাস্থলে পৌছে রাতের বেলায় পিকেটিং করতে মানা করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জেরধরে মঙ্গলবার দুপুরে জিব্রাইল হোসেনের সমর্থকরা আলমকে মৎস্য অফিসের সামনে একা পেয়ে এলাপাথারী মারপিট করে এবং পিঠের ২টি স্থানে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এতে বাধা দিতে গেলে স্থানীয় যুবদল কর্মী লিপনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ গ্রেপ্তার।

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে তাকে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম গ্রেপ্তার সত্যতা নিশ্চিত করে বলেন, আনোয়ার হোসেন রাজেশ ৩টি মামলার এজাহারভুক্ত আসামী।

আমরা কোনভাবেই এক নই- জয়।

আমি নিশ্চিত যে আপনাদের অধিকাংশই আমার মা এবং খালেদা জিয়ার মধ্যকার টেলিফোন সংলাপ শুনেছেন। খালেদা জিয়ার ঝগড়াটে এবং কর্কশ ব্যবহার ছাড়াও একটি বিষয় সত্যিই আমাকে থমকে দিয়েছে। তিনি আমার মাকে বলেছেন যে, আমার মা তার নিজেই নিজের উপর নাকি ২১শে আগস্ট গ্রেনেড হামালা করিয়েছেন। এইটা সেই একই মিথ্যাচার যা বিএনপি ঠিক হামলার পরপর ছড়িয়ে দিতে চেয়েছিলো।

আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, বিএনপির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এই হামলায় সংশ্লিষ্টতার অভিযোগে কারান্তরীন রয়েছেন। যেই জঙ্গীদলের নেতা এই হামলা চালিয়েছিলো সেই মুফতি হান্নান, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে যে এই হামলার পরিকল্পনা করা হয়েছিলো খোদ খালেদাপুত্র তারেকের অফিস হাওয়া ভবনে। আদালত তারেককেও এই মামলায় অভিযুক্ত করেছে। এতদসত্বেও, খালেদা জিয়া সরাসরি আমার মায়ের সাথে মিথ্যাচার করেছেন! আমি বিরোধীদলের নেত্রীর এই চরিত্র দেখে হতবাক। একজন সম্মানিত ব্যক্তি কিভাবে এই বিশ্রী মিথ্যাচার করতে পারেন?

আমি সুস্পষ্টভাবে বলতে চাই, তার দল এবং তার ছেলে আমার মাকে হত্যা করতে চেষ্টা চালিয়েছিলো। এটি আমার জন্যে চরম ব্যক্তিগত আঘাতস্বরূপ। আমার মা-ও দুইবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। খালেদা জিয়ার জীবননাশের এই ধরনের চেষ্টা কখনও হয়নি। তাদের সাথে পার্থক্যটি খুবই স্পষ্ট যে আমরা খুনি নই। যারা এখনও বলে বেড়ান যে দুই দলই সমান, এটা তাদের ভণ্ডামি। আমরা কোনভাবেই এক নই।

রোববার থেকে পাঁচ দিনের টানা অবরোধ কর্মসূচি


নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে আগামী রোববার থেকে পাঁচ দিনের টানা অবরোধ কর্মসূচি পালনের ডাক দিতে যাচ্ছে বিএনপির-জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী জোট ১৮ দল।

তবে ৬০ ঘন্টার হরতাল শেষে এক দিন বিরতি দিয়ে দুদিনের 'নরম' কর্মসূচি পালন করবে বিরোধী জোট। এর মধ্যে রয়েছে বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ এবং শুক্রবার গায়েবানা জানাজার কর্মসূচি।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় অনুষ্ঠিত দলের জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির একাধিক সূত্র।

বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার ফোনালাপ, সংলাপ নিয়ে করণীয় এবং আগামী দিনে আন্দোলনের কর্মসূচি কী হবে তা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে বৈঠকে।

আগামী সপ্তাহে পাঁচ দিনের অবরোধ কর্মসূচি দেওয়া যায় কি না, সে বিষয়ে নেতাদের কাছে জানতে চান খালেদা জিয়া। জবাবে নেতারা এ কর্মসূচির বিষয়ে ইতিবাচক মন্তব্য করেন।

পরে বিএনপি চেয়ারপারসন জানান, এ বিষয়ে দলের জ্যেষ্ঠ নেতা ও ১৮ দলের নেতাদের সাথে আবার বসে পাঁচ দিনের অবরোধ কর্মসূচি চূড়ান্ত করা হবে।

বৈঠকে হরতাল কর্মসূচিতে ১৮ দলের তৎপরতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। এ সময় নেতারা খালেদা জিয়াকে অবহিত করেন এরই মধ্যে দেশের ৪০টিরও বেশি জেলার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে ১৮ দল। এসব জেলার পুলিশ ও প্রশাসন নিরপক্ষে আচরণ করছে বলেও তারা জানান।

কয়েকটি জেলায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও সরকারদলীয় নেতাকর্মীদের হামলার ঘটনায় বিরোধী নেতাকর্মী নিহত হওয়ার ঘটনাগুলো আলোচনা শেষে জ্যেষ্ঠ নেতাদের প্রয়োজনীয় দিকে নির্দেশনা দেন বলে দাবি করেছেন বৈঠক সূত্র।

এদিকে আরেকটি সূত্র জানান, বৈঠকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করতে আন্দোলনের পাশাপাশি সরকারের সাথে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে ৬০ ঘন্টার হরতাল শেষে প্রধানমন্ত্রীর সাথে বিরোধী দলীয় নেতার সংলাপের বসার সিদ্ধান্ত হয়।

তবে সংলাপ করতে গণভবনে খালেদা জিয়াকে পুণরায় আমন্ত্রণের দিনক্ষণ চুড়ান্ত করে ফোন করা না হলে বিএনপির পক্ষ থেকে আগে ফোন না করার সিদ্ধান্ত হয় বৈঠকে।

প্রধানমন্ত্রীর নতুন করে আমন্ত্রণ আর সংলাপের প্রাথমিক উদ্যোগসহ সার্বিক বিষয়ে সরকারের সাথে যোগাযোগের দায়িত্ব দেয়া হয় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে।

তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাথে যোগাযোগ করে প্রাথমিক উদ্যোগে নেবে। এ উদ্যোগ ব্যর্থ হলে চেয়ারপারসন নিজেই দায়িত্ব নেবেন বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।

এ সময় মির্জা ফখরুল খালেদা জিয়াকে জানান, গত রোববার এবং সোমবার বেশ কয়েকবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাথে তিনি মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করেন। কিন্তু সৈয়দ আশরাফ তার ফোন ধরেননি। এ জন্য নিজের বিরক্ত হওয়ার কথা বিরোধী দলীয় নেতাকে অবহিত করেন তিনি।

আমি আল্লাহকে বলেছি, আমাকে যেন আরও ধৈর্য দেন-শেখ হাসিনা



প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের মানুষের কথা ভেবে অনেক অবান্তর কথা সহ্য করতে হয়েছে আমাকে। উনার সব কথার উত্তর আছে। কিন্তু আমি চেয়েছিলাম আলোচনার মাধ্যমে সমঝোতা। উনি একের পর এক কথা বলেছেন, শর্ত দিয়েছেন। আমি আল্লাহকে বলেছি, আমাকে যেন আরও ধৈর্য দেন। আমার এমনিতে ধৈর্য আছে। আল্লাহকে বলেছি আরও ধৈর্য দিতে।’

আজ বুধবার ঢাকা ও আশপাশের জেলার সাংসদদের সঙ্গে এক বৈঠক শুরুর আগে শেখ হাসিনা সাংবাদিকদের এসব কথা বলেন। বর্তমানে গণভবনে রুদ্ধদার ওই বৈঠক চলছে।

হরতাল প্রত্যাহারের আহ্বান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি (খালেদা জিয়া) আলটিমেটাম দিয়েছেন। আমি তার আগেই ফোন দিয়েছি। হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। এর পরও তিনি হরতাল প্রত্যাহার করলেন না। এ হরতালে ২০ জনের বেশি মানুষ হত্যা করে কী অর্জন করলেন—এ প্রশ্নটা আমি রাখতে চাই। হরতাল করে কতগুলো মায়ের কোল খালি করা হয়েছ। অনেক পরিবার বিপর্যয়ে পড়েছে। অনেকে পঙ্গু হয়েছে। এটাই কী তাঁর খেলা। উনি কী অর্জন করলেন?’

মন্ত্রীত্ব যখন চলে যাবে তখন আমি সাংবাদিকতা করবো।



 সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হওয়ার আশা প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছে, মন্ত্রীত্ব চলে গেলে তিনি সাংবাদিকতা করবেন।
 

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের ওয়েবসাইট, ক্যান্টিন ও মিডিয়া সেন্টার উদ্বোধন শেষে সংবাদিকদের এ কথা  জানান তিনি।

সাংবাদিকতা পেশা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। আমার মন্ত্রীত্ব যখন চলে যাবে তখন আমি সাংবাদিকতা করবো।’

এ সময় তিনি ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) বার্ষিক এজিএম এর জন্য ২ লাখ টাকা বরাদ্দ করেন।
উল্লেখ্য, ওবায়দুল কাদের বসুরহাট সরকারি এএইচসি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি ও নোয়াখালী সরকারি কলেজ থেকে মেধা তালিকায় স্থান নিয়ে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ স্নাতক ডিগ্রি লাভ করেন।

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি আটটি গ্রন্থ রচনা করেছেন ।

উল্লাপাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩


রাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল-পাবনা মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।


বুধবার বেলা ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার জুংলিপুর জোড়া ব্রীজের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি জোয়াদ্দারপাড়ার আব্দুল মালেক (৫০) এবং হযরত আলীর ছেলে লিটন আলী (২৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মালেক ও লিটনসহ ছয়জন যাত্রী একটি সিএনজি অটোরিকশায় করে (সিরাজগঞ্জ মেট্রো-থ১১১৬২১) সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে সলঙ্গার হাটিকুমরুল যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি জুংলিপুর জোড়া ব্রীজের কাছে পৌছিলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ১১১৬৮৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মালেক নিহত এবং লিটনসহ ৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার লিটন মারা যান। আহত অপর তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উল্লাপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, স্থানীয়দের সহযোগিতায় আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া মাইক্রোবাসটি আটক করে এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার মামলায় আসামি ৩০

সিরাজগঞ্জের মাছুমপুরে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

কনস্টেবল আব্দুল আওয়াল (১১৬৫) বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি (নং ৬৬/১৩) দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা জানান, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের পর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৮ দলের টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার রাতে টহল দেয়ার উদ্দ্যেশ্যে সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে ৬ সদস্যের একটি দল শহরে আসছিলেন। রাত সোয়া আটটার দিকে শহরের মাছুমপুর মাকার্স মসজিদের সামনে পৌঁছলে পিকআপ ভ্যানটি লক্ষ্য করে এলোপাথারি ঢিল ছুড়ে পালিয়ে যায় চার যুবক। এতে পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন (৩০) ও আ. কাদের (২৮) আহত হন।

পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার মামলায় আসামি ৩০


Sirajganj24/7: সিরাজগঞ্জের মাছুমপুরে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনায় ৩০ জনকে আসামি করে মামলা করেছে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ।

কনস্টেবল আব্দুল আওয়াল (১১৬৫) বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ১৫ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় মামলাটি (নং ৬৬/১৩) দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বাসুদেব সিনহা জানান, পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের পর গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১৮ দলের টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার রাতে টহল দেয়ার উদ্দ্যেশ্যে সিরাজগঞ্জ পুলিশ লাইন থেকে ৬ সদস্যের একটি দল শহরে আসছিলেন। রাত সোয়া আটটার দিকে শহরের মাছুমপুর মাকার্স মসজিদের সামনে পৌঁছলে পিকআপ ভ্যানটি লক্ষ্য করে এলোপাথারি ঢিল ছুড়ে পালিয়ে যায় চার যুবক। এতে পিকআপ ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয় এবং দুই পুলিশ কনস্টেবল আনোয়ার হোসেন (৩০) ও আ. কাদের (২৮) আহত হন।

রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

সিরাজগঞ্জের সমাজকল্যান মোড়ে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ।


সিরাজগঞ্জের সমাজকল্যান মোড়ে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ। ককটেল বিস্ফোরণ। পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ। পুলিশ সহ আহত ২৫,গ্রেফতার ৫সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের সমাজতল্যান মোড়ে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে হরতাল সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় গ্রেফতার করা হয় ৫ জনকে।হরতাল চলকালে রোববার ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে পুলিশের সাথে হরতাল সমর্থকদের থেমে থেমে সংঘর্ষ হচ্ছ। পুলিশ এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। রোববার সকালে সিরাজগঞ্জে শহরের সমাজকল্যান মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থক পিকেটাররা। এসময় পুলিশের ছত্রভঙ্গ করতে এলে সংঘর্ষের ঘটনা ঘটে।এছারা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার ও কাশেম মোড়ে পুলিশ এবং ১৮ দল কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহাসড়কসহ সিরাজগঞ্জ সদরে প্রবেশের প্রত্যেক সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টিকওে রেখেছে হরতাল সমর্থকরা।

সিরাজগঞ্জে পুলিশ-পিকেটার সংঘর্ষে আহত ২৫, আটক ৫।

োটের টানা ৬০ ঘণ্টার হরতালের প্রথম দিনে রোববার সিরাজগঞ্জে পৌর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াত পিকেটারদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিষ্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
১৮ দলীয় জ
রবিবার সকাল সাড়ে দশটা থেকে থেমে থেমে দুপুর একটা পর্যন্ত এই সংঘর্ষ চলে। সংঘর্ষে এক সহকারি পুলিশ সুপারসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে তিনজন গুলিবিদ্ধ রয়েছে। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে শতাধিক রাউন্ড সর্টগানের গুলি, টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে ৫ জনকে। আহতদের মধ্যে সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) ফোরকান শিকদার, কনস্টেবল আশরাফুল ও গুলিবদ্ধ শহর যুবদলের যুগ্ন-সম্পাদক নুর নবীর পরিচয় জানা গেছে।

পুলিশ ও স্থানীয়সুত্রে জানা যায়, রবিবার হরতালের শুরু থেকেই সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সিরাজগঞ্জ পৌর এলাকার সমাজকল্যাণ মোড়, রহমতগঞ্জ ও কাঠেরপুল এলাকায় অবস্থান নিয়ে খন্ড খন্ড মিছিল ও পিকেটিং করতে থাকে বিএনপি-জামায়াত নেতা কর্মীরা। এক পর্যায়ে বেলা সাড়ে দশটার দিকে রহমতগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে তারা। এ সময় পুলিশে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে সংঘর্ষ রহমতগঞ্জ ও ভাঙ্গাবাড়ি মহল্লায় ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণঘটায় হরতাল সমর্থকেরা। পরে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি ঘটনাস্থলে পৌছে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় শতাধিক রাউন্ড সর্টগানের গুলি, টিয়ারশেল, রাবার বুলেট, চায়না গুলি ও গ্যাস গান নিক্ষেপ করে। এতে পুলিশ সহ অন্তত ২৫ জন আহত হয়। এদের মধ্যে গুলিবিদ্ধ হয় তিন যুবদল ও ছাত্রদল কর্মি। আহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঐ দুই এলাকার বিভিন্ন বাড়িতে তল্লাসি চালিয়ে ৫ জনকে আটক করে। 

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম সংঘর্ষ, গুলি নিক্ষেপ ও আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের নাম, পরিচয় ও ঘটনার সাথে সম্পৃক্ততা যাছাই বাছাই চলছে। বর্তমানে ঐ এলাকার সার্বিক পরিস্তিতি স্বাভাবিক রয়েছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

সিরাজগঞ্জে ৬০ ঘন্টা হরতালের প্রথম দিন সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরন, সংঘর্ষ, আটক ৪।

বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলের টানা ৬০ ঘন্টা হরতালের প্রথম দিন সিরাজগঞ্জে সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরন, সংঘর্ষ , টিয়ারশেল, রাবার বুলেট, গ্যাসগানস র্টগানের গুলি নিক্ষেপ ও টায়ারে অগ্নিসংযোগের মধ্য দিয়ে চলছে।

হরতালের শুরুতেই ভোর সোয়া ছয়টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সিমান্তবাজার-ধুকুরিয়া আঞ্চলিক সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে ছাত্রদল কর্মিরা। এ সময় সাতটি ককটেলের বিস্ফোরন ঘটানো হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রায সাত রাউন্ড সর্টগানের গুলি নিক্ষেপ করে ছাত্রদল কর্মিদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে একই মহাসড়কের সলঙ্গা থানার নলকায় সকাল সোয়া সাতটার দিকে মহাসড়ক অবরোধ করে জামাত-শিবির কর্মিরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে জামাত-শিবির কর্মিদের সাথে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় আধা ঘন্টাব্যাপি সংঘর্ষে সিরাজগঞ্জ পুলিশ লাইন্স এর পুলিশ কনস্টেবল রুবেলসহ আহত হয় উভয় পক্ষের অন্তত ১০ জন। পরে প্রায় অর্ধশতাধিক রাউন্ড গ্যাস গান, টিয়ারশেল, রাবার বুলেট ও সর্টগানের গুলি নিক্ষেপ করে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ। 

এছাড়া সকাল ছয়টার দিকে সদর উপজেলার তেলকুপি বাজারে প্রায় ১৫ টি টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করে জামাত-শিবির কর্মিরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। 

একই সময়ে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চন্ডিদাসগাতি ও চকশিয়ালকোলে সড়ক অবরোধ করে বিএনপি কর্মিরা। 

এদিকে হরতালের সমর্থনে সকাল সোয়া সাতটার দিকে শহরের ইবি রোড জেলা বিএনপি কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিএনপি নেতা কর্মিরা। মিছিলটি রেলগেট এলাকায় পৌছে একটি বিক্ষোভ সমাবেশ করে। 

অপরদিকে সকাল সাড়ে আটটার দিকে জেলার বেলকুচি উপজেলার সুবর্ন সাড়া মোড় এলাকায় হরতালে সমর্থনে মিছিল বের করে ১৮ দলের নেতা কর্মিরা। এসময় পুলিশ বাধা দিলে তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ৫ জন। পরিস্তিতি নিয়ন্ত্রনে আনতে ১১ রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। 

এদিকে জেলার উল্লাপাড়া উপজেলায় নাশকতার আশংকায় শনিবার রাতে চার জামাত-শিবির কর্মিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আব্দুল আজিজ, মোহাম্মদ হাবিবুল্লাহ, জয়নাল আবেদীন ও সরোয়ার হোসেন। 

অন্যান্য হরতালের মতই শহরের অধিকাংশ দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরে কিছু রিক্সা, অটো রিক্সা চলাচল করছে। কেন্দ্রীয় এম এ মতিন বাস স্ট্যান্ড থেকে আন্ত জেলা বা দুরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘন্টা হরতালের র সমর্থনে সিরাজগঞ্জে পৃথক মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবির।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘন্টা হরতালের র সমর্থনে সিরাজগঞ্জে পৃথক মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।শনিবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ ঘটনাগুলো ঘটে।সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৫টায় শহরের মালশাপাড়া এলাকা হতে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল করে ছাত্রদল কর্মী। মিছিলটি শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার এলাকায় এসে শেষ হয়।এর কিছুক্ষণ পরে শহরের এস বি ফজলুল হক রোডের গোশালা দিয়ে একটি মিছিল বের করে যুবদল কর্মীরা। মিছিলটি ঐ সড়কের জাহানারা স্কুলের সামনে পৌঁছালে বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে এবং ইট পাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে পুলিশ। ঘটনাস্থল হতে ১ যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।এছাড়াও শহরের কালীবাড়ী ও বড় বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। অপরদিকে, সন্ধ্যা ৬টার দিকে শহরের রেলগেট থেকে একটি মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল চামড়াপট্টি, খেদন সর্দারের মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এসময় তিনটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর এলাকার কাঠেরপুল হতে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিলটি রহমতগঞ্জ ৩নং গলি এলাকায় গিয়ে শেষ হয়।একই সময়ে শহরের এসএস রোডের ভিআইপি মোড় থেকে একটি যৌথ মিছিল বের করে জামায়াত-শিবির ও বিএনপি কর্মীরা। মিছিলটি শহরের বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

শনিবার, ২৬ অক্টোবর, ২০১৩

হরতালের সমর্থনে সিরাজগঞ্জে মিছিলপুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, আটক ১।

বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘন্টা হরতালের সমর্থনে সিরাজগঞ্জে পৃথক মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।শনিবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ ঘটনাগুলো ঘটে।সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৫টায় শহরের মালশাপাড়া এলাকা হতে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল করে ছাত্রদল কর্মীরা। মিছিলটি শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার এলাকায় এসে শেষ হয়।এর কিছুক্ষণ পরে শহরের এস বি ফজলুল হক রোডের গোশালা দিয়ে একটি মিছিল বের করে যুবদল কর্মীরা। মিছিলটি ঐ সড়কের জাহানারা স্কুলের সামনে পৌঁছালে বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে এবং ইট পাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে পুলিশ। ঘটনাস্থল হতে ১ যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।এছাড়াও শহরের কালীবাড়ী ও বড় বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। অপরদিকে, সন্ধ্যা ৬টার দিকে শহরের রেলগেট থেকে একটি মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল চামড়াপট্টি, খেদন সর্দারের মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এসময় তিনটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর এলাকার কাঠেরপুল হতে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিলটি রহমতগঞ্জ ৩নং গলি এলাকায় গিয়ে শেষ হয়।একই সময়ে শহরের এসএস রোডের ভিআইপি মোড় থেকে একটি যৌথ মিছিল বের করে জামায়াত-শিবির ও বিএনপি কর্মীরা। মিছিলটি শহরের বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।

সিরাজগঞ্জের আগুনে পুড়ে গেছে ৭টিদোকান,প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি

: সিরাজগঞ্জ পৌর এলাকায় বড় বাজারে আগুন লেগে ৭টি দোকান পুড়ে গেছে। শনিবার ভোররাত চারটার দিকে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সূত্রে জানা যায়, শনিবার ভোর রাত চারটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারের কমল ঘোষের মুদি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশে পাশের আরও ৬টি মুদি ও হার্ডওয়ারের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৬টি দোকান সম্পুর্ণ এবং ১টি দোকান আংশিক ভস্মিভূত হয়।খবর পেয়ে দমকল বাহিনী স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

সাংবিধানিকভাবে ২৫ অক্টোবর শুক্রবার থেকে শেখ হাসিনার সরকারের মৃত্যু ঘটেছে-ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাংবিধানিকভাবে ২৫ অক্টোবর শুক্রবার থেকে শেখ হাসিনার সরকারের মৃত্যু ঘটেছে। 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ১৮ দলের আহবায়ক পৌর মেয়র আলহাজ এডভোকেট মোকাদ্দেছ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান এড, আব্দুল লতিফ ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমান লেবু।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজি আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শাহীনুর আলম.সহকারী সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, সহ সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণদাস, শহর জামায়াতে সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি শামীম খান, জেলা যুবদলের সভাপতি মোঃ আবু সাইদ সুইট,সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন খান,জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, সিনিয়র যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আবু তালেব, শহর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম সহ প্রমুখ

উল্লেক্য সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ারে বিএনপি ও আওয়ামী লীগ শুক্রবার একই সময়ে সমাবেশ ডাকায় বাজার স্টেশন ষ্টেশন স্বাধীনতা স্কয়ারসহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারী থাকায় শুক্রবার বিকাল চারটায় ইসলামিয়া সরকারী কলেজ মাঠে ১৮ দল সমাবেশ করে।

জামায়াতে ইসলামী এবং বিএনপি’র সারাদেশে নৈরাজ্য, অরাজকতা এবং সিরাজগঞ্জে প্রফেসর ডাঃ আলহাজ্ব হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে ভাঙচুর ও হামলার প্রতিবাদে ১৪ দলের সমাবেশ ।

শুক্রবার বিকেলে প্রেসক্লাব সংলগ্ন শহীদ নাজমুল চত্ত্বরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বিএসসি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম হোসেন আলী হাসান, সহসভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সুর্য্য, সদর উপজেলা চেয়ারম্যান গাজী আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সহসভাপতি এ্যাডভোকেট আব্দুর রহমান রানা (পিপি), এ্যাডভোকেট বিমল কুমার দাস, যুগ্মসম্পাদক এসএম আলতাব হোসেন, আওয়ামী লীগের অন্যতম নেতা প্রফেসর ডাঃ আলহাজ্ব হাবিবে মিল্লাত মুন্না, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল, জাসদ নেতা আবু বক্কর ভূঁইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইসাহাক আলী, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার শিকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম জিহাদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের কারণে আওয়ামীলীগ জনগণের সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেবে। এবং শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। সমাবেশে ১৪ দলের নেতৃবৃন্দগণ সিরাজগঞ্জে প্রফেসর ডাঃ আলহাজ্ব হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে ভাঙচুর ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

" পিতা-মাতার ভরণ পোষন না করলে ৩মাসের জেল "বৃহষ্পতিবার সংসদে মন্ত্রীসভায় এই বিলটি পাস হয় । এই বিলে উল্লেখ হয় ,"যদি কোন সন্তান তার পিতা-মাতাকে ভরণ-পোষন না করে বা অনিচ্ছা প্রকাশ করে তবে তার শাস্তি ৩মাসের জেল অনাদায়ে ১লক্ষ টাকা জরিমানা ।এছাড়াও পিতা-মাতা কে ভরন পোষন না করবার জন্য যদি কেউ প্রোরোচিত করে, তবে তার জন্য একই শাস্তির বিধান রাখা হয় ।ভরণ-পোষন আইনে আরও উল্লেখ করা হয় ,পিতা-মাতার অবর্তমানে দাদা-দাদী বা নানা-নানী ভরণ পোষনের যোগ্য হবে ।এবার থেকে আর কোন মা বাবাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না ।বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ এধরনের আইন পাস করবার জন্য ।"আওয়ামীলিগ সরকার বারবার দরকার"
জয় হোক,ছবিতে পুলিশ কমিশনার বেনজির ভাইকে চিন্তিত মনে হচ্ছে , চিন্তার কিছু নাই, আল্লাহ্‌ পাক সবসময় সত্যের সাথে আছে আসে,এদেশ সোনার দেশ,অলি আউলিয়ার ও গাওছে পাকের দেশ, এখানে খারাপদের কোন জায়গা হবেনা, এখানে সত্তের জয় হবেই । রাজাকারের বিচার এদেশেই হবেই ইনশাআল্লাহ.....

কাজিপুরে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার-

বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

সিরাজগঞ্জে দুই জনের লাশ উদ্ধার

 সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচি থেকে এক তরুনী সহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কোনবাড়ি ব্রিজ এলাকায় বোরকা পরিহিত অজ্ঞাত (২০) এক যুবতীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে সকাল দশটার দিকে উল্লাপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ব এ তথ্য নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
অপরদিকে বেলকুচি থানার এসআই ফয়সাল ও এসআই আব্দুর রাজ্জাক জানান, বুধবার সন্ধায় উপজেলার মনতলা চরে যমুনা নদী থেকে এক যুবকের পচাঁ গলিত দূগন্ধ যুক্ত লাশ দেখে এলাকা বাসী খবর দিলে রাতেই সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। তবে ঐ যুবকের চেহারা না বোঝার কারনে তার পরিচয় মেলানো সম্ভব হয়নি। এ ব্যাপারে বেলকুচি থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।

আওয়ামীলীগ ও বিএনপি একই সময়ে সমাবেশ ডাকায় সিরাজগঞ্জ স্বাধীনতা স্কয়ারে ১৪৪ ধারা জারী

একই স্থানে ও একই সময়ে আওয়ামীলীগ ও বিএনপি সভা-সমাবেশ ডাকায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ষ্টেশন স্বাধীনতা স্কয়ারসহ তদসংলগ্ন আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, উভয় দল সভা-সমাবেশ ডাকায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশংকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। এসময় সকল প্রকার সভা-সমাবেশ ও লোকজন জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, জেলায় বিজিবি মোতায়েন না হলেও জেলা শহরে র‌্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সিরাজগঞ্জে পেশাজীবি সমন্বয় পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত

সিরাজগঞ্জে পেশাজীবি সমন্বয় পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত  সিরাজগঞ্জ নেট ঃ সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বি এম আর সি) পরিচালক প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং হামলাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শুরু হওয়া এই মানববন্ধন কর্মসূচি সোয়া দশটার দিকে শেষ হয়।  সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়াও স্লোগানে পেশাজীবি সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত মানববন্ধনে সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা, চিকিৎসক, আইনজীবি, শিক্ষক, শির্ক্ষাথী, সরকারি-বেসরকারি চাকরিজীবি, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মিরা অংশ গ্রহন করে।  এই মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বি এম আর সি) পরিচালক প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না. সিরাজগঞ্জ সিভিল সার্জন মাইন উদ্দিন মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আব্দুর রহমান, পেশাজীবি সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি মালিক আব্দুর রহিম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডাঃ জহুরুল হক রাজা , স্বাচিপ সভাপতি ডাঃ আব্দুর রাজ্জাক, শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আসাদ উদ্দিন পবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এ্যাড.মাহবুবে খোদা টুটুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড. বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক আব্দুল মজিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।#
সিরাজগঞ্জে প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বি এম আর সি) পরিচালক প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে হামলা ও ভাংচুরের প্রতিবাদে এবং হামলাকারিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে শুরু হওয়া এই মানববন্ধন কর্মসূচি সোয়া দশটার দিকে শেষ হয়।
সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়াও স্লোগানে পেশাজীবি সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত মানববন্ধনে সিরাজগঞ্জের মুক্তিযোদ্ধা, চিকিৎসক, আইনজীবি, শিক্ষক, শির্ক্ষাথী, সরকারি-বেসরকারি চাকরিজীবি, সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতা কর্মিরা অংশ গ্রহন করে।
এই মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের (বি এম আর সি) পরিচালক প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্না. সিরাজগঞ্জ সিভিল সার্জন মাইন উদ্দিন মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড. আব্দুর রহমান, পেশাজীবি সমন্বয় পরিষদ জেলা শাখার সভাপতি মালিক আব্দুর রহিম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন জেলা শাখার সভাপতি ডাঃ জহুরুল হক রাজা , স্বাচিপ সভাপতি ডাঃ আব্দুর রাজ্জাক, শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আসাদ উদ্দিন পবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি এ্যাড.মাহবুবে খোদা টুটুল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সোহরাব হোসেন, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এ্যাড. বিমল কুমার দাস, মোস্তফা কামাল খান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক আব্দুল মজিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।#
 মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত প্রশাসনের পাশাপাশি সরকার দলীয় নেতাকর্মীরা মাঠে থাকবে। বিএনপি জামায়াতসহ ১৮ দলের লোকজন নাসকতার চিন্তা করলে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিসহ ১৮দল আন্দোলনের নামে ভয় দেখিয়ে কাজ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, দা, কুড়াল, খুন্তি নিয়ে মাঠে নামলে পরিণত হবে ভয়াবহ। কারন আওয়ী লীগসহ ১৪দল মাঠে বসে থাকবে না। জামায়াত শিবির বিএনপির সাথে আন্দোলনের মাঠে নেমেও যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না। বিরোধী দল ২৫ অক্টোবর ঘিরে দেশব্যাপী যে আতঙ্কের সৃষ্টি করেছে আসলে তা ভূয়া বলে তিনি উল্লেখ করেন। রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান, সোনিয়া সবুর আকন্দ প্রমুখ।

প্রশাসনের পাশাপাশি সরকার দলীয় নেতাকর্মীরামাঠে থাকবে - প্রাণি সম্পদ মন্ত্রী --------------------------------------সিরাজগঞ্জের খবর: মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত প্রশাসনের পাশাপাশি সরকার দলীয় নেতাকর্মীরা মাঠে থাকবে। বিএনপি জামায়াতসহ ১৮ দলের লোকজন নাসকতার চিন্তা করলে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিসহ ১৮দল আন্দোলনের নামে ভয় দেখিয়ে কাজ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, দা, কুড়াল, খুন্তি নিয়ে মাঠে নামলে পরিণত হবে ভয়াবহ। কারন আওয়ী লীগসহ ১৪দল মাঠে বসে থাকবে না। জামায়াত শিবির বিএনপির সাথে আন্দোলনের মাঠে নেমেও যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না। বিরোধী দল ২৫ অক্টোবর ঘিরে দেশব্যাপী যে আতঙ্কের সৃষ্টি করেছে আসলে তা ভূয়া বলে তিনি উল্লেখ করেন। রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান, সোনিয়া সবুর আকন্দ প্রমুখ।
সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি শুক্রবার একই সময়ে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে এ সিদ্ধান্তের কথা জান‍ায় জেলা প্রশাসন। পরে শহরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়।জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শুক্রবার সিরাজগঞ্জ শহরের শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে জনসভা আহবান করে জেলা বিএনপি কয়েক দিন আগে। পরে জেলা আওয়ামীলীগ বুধবার একই স্থানে একই সময় জনসভা আহবান করে।একই সময়ে ও একই স্থানে সমাবেশ ডাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সংঘর্ষের আশঙ্কায় ওই স্থানে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।এদিকে, জেলা প্রশাসনের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, গণতান্ত্রিক অধিকার হরণ করতেই পরিকল্পিতভাবে এই ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩

বেলকুচিতে ছাত্রলীগ কর্মীর উপর বিএনপির হামলা

বেলকুচিতে ছাত্রলীগ কর্মীর উপর বিএনপি নেতা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গত সোমবার রাত সাত টার দিকে বেলকুচি উপজেলার চন্দনগাঁতী বাশঁতলা বাজারের পশ্চিমে বেলকুচি উপজেলা যুবলীগের সহ সভাপতি হেলাল খানের পুত্র উপজেলা ছাত্রলীগের কর্মী ইউনুস আলী খান সম্্রাট (২০) মুকন্দগাঁতী বাজার থেকে একা বাড়ী ফেরার সময় পূর্ব শত্র“তার জের ধরে বেলকুচি পৌরসভার ৬ নং ওর্য়াডের কাউন্সেলর ও উপজেলা বিএনপি নেতা আব্দুর রশিদ মন্ডলের নেতৃত্বে তার ছেলে যুবদল কর্মী শাহ আলম, রাছেল ও ভাতিজা নজরুল সহ একদল সন্ত্রসী ধারালো অস্ত্র্রদিয়ে এলাপাথালে কোপ শুরু করলে সম্রাটের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। মমূর্ষ অবস্থায় এলাকাবাসী সম্রাটকে উদ্ধার করে বেলকুচি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে। সম্রাটের মাথা, গলা, পেট ও পায়ে ধারালো অস্ত্রের আঘাত থাকায় রক্ত ক্ষরন হওয়ায় তার অবস্থা গুরুতর বলে ডাক্তার জানায়। এ ব্যাপারে সম্রাটের বাবা হেলাল খান বাদী হয়ে বেলকুচি থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অর্ধদিবস হরতাল ককটেল বিস্ফোরন ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া

সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে জেলা বিএনপি’র ডাকে অর্ধদিবস হরতাল ককটেল বিস্ফোরন ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে চলছে। মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই হরতালের শুরুতেই সকাল পৌনে সাতটার দিকে শহরের এস বি ফজরুল হক রোডে পুলিশকে লক্ষ্য করে একটিসহ মোট তিনটি ককটেলের বিস্ফোরন ঘটায় বিএনপি কর্মিরা। এ সময় পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। একই সময়ে ঐ স্থানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্তিতি নিয়ন্ত্রনে আনতে এক রাউন্ড সর্টগানের গুলি নিক্ষেপ করেছে পুলিশ। এছাড়া শহরে হরতালের সমর্থনে কোন মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে জেলা বিএনপি কার্যালয়। অন্যান্য হরতালের মতই কেন্দ্রীয় এম এ মতিন বাসষ্ট্যান্ড থেকে আন্তঃজেলা বা দুরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক হয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে কিছু রিক্সা-ভ্যান চলাচল করছে। এদিকে শহরের অধিকাংশ দোকান পাট, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া জেলার অন্যান্য উপজেলা থেকে কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত রবিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে বিএনপি কর্মিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ও জেলা আওয়ামীলীগ নেতা প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার বাসা ও ক্লিনিকে হামলা ও ভাংচুর করা হয়। এ ঘটনায় ঐ রাতেই বিএনপির ছয়শতাধিক নেতা কর্মির বিরুদ্ধে মামলা দায়েরের পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ নেতা কর্মিকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবারের এই অর্ধদিবস হরতালের ডাক দেয় জেলা বিএনপি। পরে এই হরতালে সমর্থন দেয় জেলা জামায়াত

সোমবার, ২১ অক্টোবর, ২০১৩


পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে আগামীকাল অর্ধ-দিবস সিরাজগঞ্জে হরতাল ।
সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মিদের বাড়িতে তল্লাসি, তাদের পরিবারের সদস্যদের পুলিশি হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে মঙ্গলবার জেলায় অর্ধদিবস হরতাল আহ্বান করেছে জেলা বিএনপি।
সোমবার সকাল সাড়ে দশটার দিকে হরতাল আহ্বানের বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, রবিবার রাতভর জেলা বিএনপির ও এর অংগসংগঠনের নেতাকর্মিদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় নেতাদের বাড়িতে না পেয়ে তাদের পরিবারের সদস্যদের হয়রানি করা হয় এবং নির্দোষ অনেককেই গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে জেলা বিএনপির এক জরুরি সভা শেষে এই হরতাল আহ্বান করা হয়েছে। এ সময় তিনি মঙ্গলবার ভোর ছয়টা থেকে দুপুর একটা পর্যন্ত সিরাজগঞ্জবাসিকে অর্ধদিবস সর্বাত্বক হরতাল পালনের আহ্বান জানান।
উল্লেখ্য, রবিবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে বিএনপি কর্মিদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ও আওয়ামীলীগ নেতা প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। ঐ রাতেই বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর বিএনপি নেতাদের বাড়িতে অভিযান চালায় পুলিশ।

 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।