শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

সাংবিধানিকভাবে ২৫ অক্টোবর শুক্রবার থেকে শেখ হাসিনার সরকারের মৃত্যু ঘটেছে-ইকবাল হাসান মাহমুদ টুকু

বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ঠা পরিষদের সদস্য,সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সাংবিধানিকভাবে ২৫ অক্টোবর শুক্রবার থেকে শেখ হাসিনার সরকারের মৃত্যু ঘটেছে। 

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা ১৮ দলের আহবায়ক পৌর মেয়র আলহাজ এডভোকেট মোকাদ্দেছ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার আমীর সাবেক উপজেলা চেয়ারম্যান এড, আব্দুল লতিফ ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মজিবর রহমান লেবু।

এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গাজি আজিজুর রহমান দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শাহীনুর আলম.সহকারী সেক্রেটারী অধ্যাপক জাহিদুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, রাশেদুল হাসান রঞ্জন, সহ সাংগঠনিক সম্পাদক নুর কায়েম সবুজ, শহর বিএনপির সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাধারণ সম্পাদক মুন্সি জাহিদ আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি অমর কৃষ্ণদাস, শহর জামায়াতে সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ভিপি শামীম খান, জেলা যুবদলের সভাপতি মোঃ আবু সাইদ সুইট,সাধারণ সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ আলামিন খান,জেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন রাজেশ, সিনিয়র যুগ্ন আহবায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল কায়েস, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ আবু তালেব, শহর ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম সহ প্রমুখ

উল্লেক্য সিরাজগঞ্জ শহরের বাজার ষ্টেশন স্বাধীনতা স্কয়ারে বিএনপি ও আওয়ামী লীগ শুক্রবার একই সময়ে সমাবেশ ডাকায় বাজার স্টেশন ষ্টেশন স্বাধীনতা স্কয়ারসহ আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারী থাকায় শুক্রবার বিকাল চারটায় ইসলামিয়া সরকারী কলেজ মাঠে ১৮ দল সমাবেশ করে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।