: সিরাজগঞ্জ পৌর এলাকায় বড় বাজারে আগুন লেগে ৭টি দোকান পুড়ে গেছে। শনিবার ভোররাত চারটার দিকে বৈদুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের সূত্রে জানা যায়, শনিবার ভোর রাত চারটার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বড় বাজারের কমল ঘোষের মুদি দোকানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে মুহূর্তের মধ্যে আগুন আশে পাশের আরও ৬টি মুদি ও হার্ডওয়ারের দোকানে ছড়িয়ে পড়ে। এতে ৬টি দোকান সম্পুর্ণ এবং ১টি দোকান আংশিক ভস্মিভূত হয়।খবর পেয়ে দমকল বাহিনী স্থানীয় লোকজনের সহায়তায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।