শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩

জামায়াতে ইসলামী এবং বিএনপি’র সারাদেশে নৈরাজ্য, অরাজকতা এবং সিরাজগঞ্জে প্রফেসর ডাঃ আলহাজ্ব হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে ভাঙচুর ও হামলার প্রতিবাদে ১৪ দলের সমাবেশ ।

শুক্রবার বিকেলে প্রেসক্লাব সংলগ্ন শহীদ নাজমুল চত্ত্বরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান বিএসসি’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কেএম হোসেন আলী হাসান, সহসভাপতি আলহাজ্ব আবু ইউসুফ সুর্য্য, সদর উপজেলা চেয়ারম্যান গাজী আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, সহসভাপতি এ্যাডভোকেট আব্দুর রহমান রানা (পিপি), এ্যাডভোকেট বিমল কুমার দাস, যুগ্মসম্পাদক এসএম আলতাব হোসেন, আওয়ামী লীগের অন্যতম নেতা প্রফেসর ডাঃ আলহাজ্ব হাবিবে মিল্লাত মুন্না, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা জান্নাত আরা তালুকদার হেনরী, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার গাজী সোহরাব আলী সরকার, জেলা জাসদের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মুকুল, জাসদ নেতা আবু বক্কর ভূঁইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইসাহাক আলী, থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার শিকদার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল হাকিম, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিহাদ আল ইসলাম জিহাদ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।
বক্তাগণ বলেন, সারাদেশে বিএনপি ও জামায়াতের নৈরাজ্যের কারণে আওয়ামীলীগ জনগণের সাথে নিয়ে দাঁতভাঙা জবাব দেবে। এবং শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে। সমাবেশে ১৪ দলের নেতৃবৃন্দগণ সিরাজগঞ্জে প্রফেসর ডাঃ আলহাজ্ব হাবিবে মিল্লাত মুন্নার বাসভবনে ভাঙচুর ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।