শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩


" পিতা-মাতার ভরণ পোষন না করলে ৩মাসের জেল "বৃহষ্পতিবার সংসদে মন্ত্রীসভায় এই বিলটি পাস হয় । এই বিলে উল্লেখ হয় ,"যদি কোন সন্তান তার পিতা-মাতাকে ভরণ-পোষন না করে বা অনিচ্ছা প্রকাশ করে তবে তার শাস্তি ৩মাসের জেল অনাদায়ে ১লক্ষ টাকা জরিমানা ।এছাড়াও পিতা-মাতা কে ভরন পোষন না করবার জন্য যদি কেউ প্রোরোচিত করে, তবে তার জন্য একই শাস্তির বিধান রাখা হয় ।ভরণ-পোষন আইনে আরও উল্লেখ করা হয় ,পিতা-মাতার অবর্তমানে দাদা-দাদী বা নানা-নানী ভরণ পোষনের যোগ্য হবে ।এবার থেকে আর কোন মা বাবাকে আর বৃদ্ধাশ্রমে থাকতে হবে না ।বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ এধরনের আইন পাস করবার জন্য ।"আওয়ামীলিগ সরকার বারবার দরকার"

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।