বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

আন্দোলনের কর্মসূচি চুড়ান্ত করতে ১৮ দলীয় জোটের  নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে এ বৈঠক  হয়।
বৈঠকে ১৮ দলীয় জোটের নেতাদের সাথে সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন খালেদা জিয়া। আলোচনায় উঠে আসে সংলাপের প্রসঙ্গও। সরকার বিরোধী দলের আন্দোলন বানচাল করার কৌশল হিসেবে সময় ক্ষেপনের জন্য সংলাপের কথা বলছে বলে একমত হন ১৮ দলীয় জোট নেতারা। জোটের বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল, অবরোধসহ দীর্ঘমেয়াদি কর্মসূচির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। নতুন কর্মসূচি হিসেবে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনদিনের টানা হরতাল দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানায় বৈঠক সূত্র। এর আগে মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে নভেম্বরের প্রথম সপ্তাহে তিনদিনের অবরোধ কর্মসূচি দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছিল।
- See more at: http://independent24.tv/?p=87747#sthash.tRfxecoI.dpuf

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।