পারভেজ আহমেদ, কাজিপুর প্রতিনিধিঃ
জাতীয় চার নেতার অন্যতম সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম, মনসুর আলীর ১০১ তম জন্ম দিন উপলক্ষে দোয়া-মিলাদ মাহফিল ও দূস্থ্য ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন শহীদ মনসুর আলীর উত্তরসূরি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সুযোগ্য সন্তান প্রকৌশলী তানভীর শাকিল জয় (সাবেক এমপি)। ১৯১৭ সালের ১৯শে জানুয়ারি আজকের এই দিনে সিরাজগঞ্জ জেলার কাজিপুরের কুড়িপাড়া গ্রামের নিজ বাড়িতে এই মহান নেতা জন্মগ্রহণ করেন।
আজ ১৯শে জানুয়ারি মঙ্গলবার জেলার কাজিপুরে বিভিন্ন এলাকায় নিজে উপস্থিত থেকে দূস্থ্য ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন আমাদের দেশে বিশেষ করে সিরাজগঞ্জ সহ উত্তর অঞ্চলে এবার প্রচুর শীত পরেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র দিয়ে পাশে দাড়িছেন, এখনো শীতবস্ত্র দেওয়া অব্যাহত রয়েছে।
এর আগে শহীদ ক্যাপ্টেন এম, মনসুর আলীর ১০১ তম জন্ম দিবসে উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন কাজিপুর উপজেলা আওয়ামীলীগ। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শওকত হোসেন এর সভাপতিত্ব প্রধান অতিথি উপস্থিত ছিলেন শহীদ এম, মনসুর আলীর দৌহিত্র, কাজিপুরের সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়।