বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়ায় হরতালের সমর্থনের মিছিল ভুন্ডল ৷

সিরাজগঞ্জ শহরে হরতাল বিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বাজার স্টেশন এলাকা থেকে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা ও জেলা যুবলীগ নেতা রাসেদ ইউসুফ জুয়েলের নেতৃত্বে হরতাল বিরোধী মিছিল বের হয়। 

সিরাজগঞ্জে আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজায় বাধা দেওয়া, দলীয় নেতাকর্মীদের আটক, মির্জা ফখরুল ইসলামকে রিমান্ডে নেওয়ার প্রতিবাদে জেলা বিএনপির ডাকা ৩৬ ঘণ্টার হরতালে  পালিত হচ্ছে। 

হরতালের কারণে দূরপাল্লার যান চলাচল কম থাকলেও সিএনজি চালিত অটোরিকশা ও রিকশাভ্যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে দোকান-পাট আংশিক বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।