বুধবার, ২৮ জানুয়ারী, ২০১৫

সাংবাদিক সেলিম শিকদার (৫৫) লাঞ্ছিত । আটক ৩

সিরাজগঞ্জে সেলিম শিকদার (৫৫) সাংবাদিককে মারপিট করেছে দূর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হল, শহরের রেলওয়ে কলোনী মহল্লার মকরম মন্ডলের ছেলে ইকো (২৩), চর মালশাপাড়া গ্রামের চান মিয়ার ছেলে হেলাল (২৪) ও মিরপুর মহল্লার ফরহাদ সেখের ছেলে মোতালেব (২৩)। বুধবার সকাল ১০টার দিকে শহরের বাজার ষ্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সেলিম শিকদার শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা এবং দৈনিক যোগাযোগ প্রতিদিন’ এর সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ও স্থানীয় দৈনিক যমুনা প্রবাহ’র বিশেষ প্রতিনিধি। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাংবাদিক সেলিমকে বেধড়ক মারপিট করে কয়েক যুবক। খবর পেয়ে পাশেই কর্তব্যরত পুলিশ ঘটনাস্থল থেকে ৩ যুবককে আটক করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে৷

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।