মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০১৫

সরস্বতী পুজার বিসর্জন উপলক্ষে সিরাজগঞ্জে শোভাযাত্রা

বর্নাঢ্য শোভাযাত্রা ও যমুনা নদীতে বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও জ্ঞানের দেবী শ্রী শ্রী সরস্বতী মাতার ৪দিন ব্যাপী পুজার সমাপ্তি হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিসর্জন উপলক্ষে প্রেসক্লাব মোড় নাজমুল চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ এস আই এম এ রাজ্জাক। শোভাযাত্রার উদ্বোধন করেন পুজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য,বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ বিমল কুমার দাস। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল ইসলাম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডঃ সুকুমার চন্দ্র দাস, সাধারন সম্পাদক সন্তোষ কুমার কানু, সাংগঠনিক সম্পাদক সুকান্ত সেন, সদর থানা কমিটির সাধারন সম্পাদক সঞ্জয় সাহা, শহর কমিটির সভাপতি বিজয় দত্ত অলোক,সাধারন সম্পাদক হীরক গুন, গৌর হরি পাল, সন্তোষ কর্মকার, মানিক সাহা, স্বপন স্যানাল, কমল সিং, দিলীপ গৌড়, রিংকু কুন্ডু, সরকারী কলেজ পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক গৌরাঙ্গ ঘোষ সহ বিভিন্ন নেতৃবৃন্দ। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে গিয়ে শেষ হয়। পরে যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।