বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

সিরাজগঞ্জ সদর উপজেলার মেছাড়া ও কাওয়াকোলা ইউনিয়নে বাল্যবিয়ের হিড়িক।

 
সিরাজগঞ্জ সদর উপজেলার মেছাড়া ও কাওয়াকোলা ইউনিয়নের চরাঞ্চলে বাল্যবিয়ের হিড়িক পড়েছে। ঈদুল আজহার পরদিন থেকে এ পর্যন্ত এই দু'টি ইউনিয়নে অর্ধশতাধিক বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে।

এ দু'টি ইউনিয়নের ম্যারিজ রেজিস্টারগণ আইনের তোয়াক্কা না করে দেদারসে ১৩/১৪ বছরের মেয়েকে ১৮ বছর বানিয়ে বিয়ের রেজিস্ট্রেশন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মেছড়া ইউনিয়নে গটিয়ার চরের একজন মাতব্বর জানান, গটিয়ার চর, রূপসা, তেঘরী, হাঁড়িভাঙ্গাসহ পার্শ্ববর্তী গ্রামগুলোতে গত এক সপ্তাহে বেশ কয়েকটি বাল্যবিয়ে সম্পন্ন হয়েছে। একইভাবে পার্শ্ববর্তী কাওয়াকোলা ইউনিয়নের গ্রামগুলোতে অনেকগুলো বাল্যবিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাল্যবিয়ে আইনগত নিষিদ্ধ থাকলেও চরাঞ্চলের কতিপয় ম্যারিজ রেজিস্টার এবং এক শ্রেণীর মাতব্বরেরা তা মানছেন না।

এ ব্যাপারে ইউপি মেম্বার চেয়ারম্যানদেরও কোন পদক্ষেপ নেই। চরাঞ্চলে বাল্যবিয়ে বন্ধে সামাজিক আন্দোলন সৃষ্টি এবং ম্যারিজ রেজিস্টারকে সচেতন করার দাবি সচেতন এলাকাবাসীর।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।