বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

মোবাইল দিয়েই জানা যাবে আমার বাইকটা এখন কোথায় আছে।

ইদানিং যে হারে বাইক চুরি যাচ্ছে তাতে দামী বাইক ওয়ালাদের ঘুম হারাম! মার্কেটের নিচ থেকে ২ মিনিটে তালা ভেঙ্গে কিংবা ডাইরেক্ট পিক-আপে উঠিয়ে বাইক নিয়ে যাচ্ছে! কারো কারো তো একেবারে নিজ বাড়ি থেকেই কলাপসিবল গেট ভেঙ্গে নিয়ে যায়! এমন যদি হতো যে বাইকের সাথে একটা ২৪ ঘন্টার দারোয়ান রাখা যেত! যে কিনা কেউ বাইক ধরে সামান্য ঝাকাঝাকি বা পিক-আপে উঠিয়ে নিয়ে গেলেও আমাকে মোবাইলে সেটা জানিয়ে দেবে! আবার মোবাইল দিয়েই জানা যাবে আমার বাইকটা এখন কোথায় আছে, চলছে না দাঁড়িয়ে আছে... কোন রাস্তা দিয়ে যাচ্ছে আর কত গতিতেই বা যাচ্ছে! এমনকি মোবাইল থেকে জাস্ট একটা মেসেজ দিয়েই থামিয়ে দেয়া যাবে স্টার্ট! সারাদিন ধরে কিক/সেলফ বা চাবি মোচর দিয়েও স্টার্ট করা যাবে না আর!
হ্যাঁ... এরকমই একটা পুর্নাংগ সেফটি ডিভাইস নিয়ে এই প্রথম বারের মত বাংলাদেশের বাইকের মালিকদের জন্য SHASAKA নিয়ে এসেছে একটি চমৎকার সার্ভিস!

এখন আপনি যেকোন সময় যেকোন জায়গায় বসে মোবাইল থেকেই জানতে পারবেন আপনার বাইকের বর্তমান অবস্থান, গতি ও সার্বিক অবস্থা!

মোবাইলে স্বয়ংক্রিয় ভাবে মেসেজ চলে আসবে যদি কেউ কোন ভাবে আপনার বাইক চালু করে বা এমনকি পিক-আপে তুলেও নিয়ে যায়! ফুল এক্সেস দিয়ে দেয়া হবে কোম্পানির সার্ভারের যেখান থেকে আপনি দেখতে পারবেন আপনার বাইকের সার্বিক তথ্য এমনকি যে কোন দিনের যে কোন সময়ের হিস্ট্রি!

বিস্তারিত জানতে কল করুন এক্ষুণিঃ [ 01948 030 732 ] এছাড়াও আমাদের ওয়েব সাইট তো আছেই... www.shasaka.com

Hotline Number: 01948 030 732
Hotline Number: 01948 030 732

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।