উল্লাপাড়ায় সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ৩
রাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল-পাবনা মহাসড়কে সিএনজি
চালিত অটোরিকশার সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ৩ জন আহত
হয়েছেন।
বুধবার বেলা ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার জুংলিপুর জোড়া ব্রীজের কাছে এ দুর্ঘটনা
ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি জোয়াদ্দারপাড়ার আব্দুল
মালেক (৫০) এবং হযরত আলীর ছেলে লিটন আলী (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মালেক ও লিটনসহ ছয়জন যাত্রী একটি
সিএনজি অটোরিকশায় করে (সিরাজগঞ্জ মেট্রো-থ১১১৬২১) সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে
সলঙ্গার হাটিকুমরুল যাচ্ছিলেন। পথে অটোরিকশাটি জুংলিপুর জোড়া ব্রীজের কাছে পৌছিলে
বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ১১১৬৮৭) সঙ্গে মুখোমুখি
সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মালেক নিহত এবং লিটনসহ ৪ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে
উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার লিটন মারা যান। আহত অপর তিনজন উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
উল্লাপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) আহসান হাবীব জানান, স্থানীয়দের সহযোগিতায়
আহতদের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা
হয়েছে। এছাড়া মাইক্রোবাসটি আটক করে এ ঘটনায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।