সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হওয়ার আশা প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছে, মন্ত্রীত্ব চলে গেলে তিনি সাংবাদিকতা করবেন।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের ওয়েবসাইট, ক্যান্টিন ও মিডিয়া সেন্টার উদ্বোধন শেষে সংবাদিকদের এ কথা জানান তিনি।
সাংবাদিকতা পেশা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। আমার মন্ত্রীত্ব যখন চলে যাবে তখন আমি সাংবাদিকতা করবো।’
এ সময় তিনি ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) বার্ষিক এজিএম এর জন্য ২ লাখ টাকা বরাদ্দ করেন।
উল্লেখ্য, ওবায়দুল কাদের বসুরহাট সরকারি এএইচসি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি ও নোয়াখালী সরকারি কলেজ থেকে মেধা তালিকায় স্থান নিয়ে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ স্নাতক ডিগ্রি লাভ করেন।
তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি আটটি গ্রন্থ রচনা করেছেন ।