বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

মন্ত্রীত্ব যখন চলে যাবে তখন আমি সাংবাদিকতা করবো।



 সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত হওয়ার আশা প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানিয়েছে, মন্ত্রীত্ব চলে গেলে তিনি সাংবাদিকতা করবেন।
 

বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটের ওয়েবসাইট, ক্যান্টিন ও মিডিয়া সেন্টার উদ্বোধন শেষে সংবাদিকদের এ কথা  জানান তিনি।

সাংবাদিকতা পেশা সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। আমার মন্ত্রীত্ব যখন চলে যাবে তখন আমি সাংবাদিকতা করবো।’

এ সময় তিনি ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) বার্ষিক এজিএম এর জন্য ২ লাখ টাকা বরাদ্দ করেন।
উল্লেখ্য, ওবায়দুল কাদের বসুরহাট সরকারি এএইচসি উচ্চ বিদ্যালয় থেকে প্রথম বিভাগে এসএসসি ও নোয়াখালী সরকারি কলেজ থেকে মেধা তালিকায় স্থান নিয়ে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সসহ স্নাতক ডিগ্রি লাভ করেন।

তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে সম্পৃক্ত। দৈনিক বাংলার বাণী পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন কাজ করেছেন। এছাড়া তিনি আটটি গ্রন্থ রচনা করেছেন ।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।