মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বস বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত প্রশাসনের পাশাপাশি সরকার দলীয় নেতাকর্মীরা মাঠে থাকবে। বিএনপি জামায়াতসহ ১৮ দলের লোকজন নাসকতার চিন্তা করলে প্রতিহত করা হবে। বৃহস্পতিবার বিকেলে বেলকুচি উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপিসহ ১৮দল আন্দোলনের নামে ভয় দেখিয়ে কাজ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন না। বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, দা, কুড়াল, খুন্তি নিয়ে মাঠে নামলে পরিণত হবে ভয়াবহ। কারন আওয়ী লীগসহ ১৪দল মাঠে বসে থাকবে না। জামায়াত শিবির বিএনপির সাথে আন্দোলনের মাঠে নেমেও যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবে না। বিরোধী দল ২৫ অক্টোবর ঘিরে দেশব্যাপী যে আতঙ্কের সৃষ্টি করেছে আসলে তা ভূয়া বলে তিনি উল্লেখ করেন। রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান, সোনিয়া সবুর আকন্দ প্রমুখ।