বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

সিরাজগঞ্জে দুই জনের লাশ উদ্ধার

 সিরাজগঞ্জের উল্লাপাড়া ও বেলকুচি থেকে এক তরুনী সহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের কোনবাড়ি ব্রিজ এলাকায় বোরকা পরিহিত অজ্ঞাত (২০) এক যুবতীর লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে সকাল দশটার দিকে উল্লাপাড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা ব এ তথ্য নিশ্চিত করে জানান, ধারনা করা হচ্ছে বুধবার রাতের কোন এক সময়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
অপরদিকে বেলকুচি থানার এসআই ফয়সাল ও এসআই আব্দুর রাজ্জাক জানান, বুধবার সন্ধায় উপজেলার মনতলা চরে যমুনা নদী থেকে এক যুবকের পচাঁ গলিত দূগন্ধ যুক্ত লাশ দেখে এলাকা বাসী খবর দিলে রাতেই সেখান থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করে। তবে ঐ যুবকের চেহারা না বোঝার কারনে তার পরিচয় মেলানো সম্ভব হয়নি। এ ব্যাপারে বেলকুচি থানায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।