বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৩

আওয়ামীলীগ ও বিএনপি একই সময়ে সমাবেশ ডাকায় সিরাজগঞ্জ স্বাধীনতা স্কয়ারে ১৪৪ ধারা জারী

একই স্থানে ও একই সময়ে আওয়ামীলীগ ও বিএনপি সভা-সমাবেশ ডাকায় সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন ষ্টেশন স্বাধীনতা স্কয়ারসহ তদসংলগ্ন আশেপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শুক্রবার ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, উভয় দল সভা-সমাবেশ ডাকায় আইনশৃংখলা পরিস্থিতি অবনতির আশংকায় ১৪৪ ধারা জারী করা হয়েছে। এসময় সকল প্রকার সভা-সমাবেশ ও লোকজন জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, জেলায় বিজিবি মোতায়েন না হলেও জেলা শহরে র‌্যাব-পুলিশের টহল জোরদার করা হয়েছে।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।