অর্ধদিবস হরতাল ককটেল বিস্ফোরন ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া
সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে জেলা
বিএনপি’র ডাকে অর্ধদিবস হরতাল ককটেল বিস্ফোরন ও পুলিশের সাথে ধাওয়া পাল্টা
ধাওয়ার মধ্য দিয়ে চলছে। মঙ্গলবার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই হরতালের
শুরুতেই সকাল পৌনে সাতটার দিকে শহরের এস বি ফজরুল হক রোডে পুলিশকে লক্ষ্য
করে একটিসহ মোট তিনটি ককটেলের বিস্ফোরন ঘটায় বিএনপি কর্মিরা। এ সময় পুলিশের
গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। একই সময়ে ঐ স্থানে পুলিশের
সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। পরিস্তিতি নিয়ন্ত্রনে আনতে এক
রাউন্ড সর্টগানের গুলি নিক্ষেপ করেছে পুলিশ। এছাড়া শহরে হরতালের সমর্থনে
কোন মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি। বন্ধ রয়েছে জেলা বিএনপি কার্যালয়।
অন্যান্য হরতালের মতই কেন্দ্রীয় এম এ মতিন বাসষ্ট্যান্ড থেকে আন্তঃজেলা বা
দুরপাল্লা রুটের কোন বাস ছেড়ে যায়নি। তবে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ
মহাসড়ক হয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শহরে কিছু রিক্সা-ভ্যান চলাচল করছে।
এদিকে শহরের অধিকাংশ দোকান পাট, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এছাড়া
জেলার অন্যান্য উপজেলা থেকে কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত রবিবার বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ
জেলা বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সাথে বিএনপি কর্মিদের সংঘর্ষের
ঘটনা ঘটে। এ সময় প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত চিকিৎসক ও জেলা আওয়ামীলীগ নেতা
প্রফেসর ডাঃ হাবিবে মিল্লাত মুন্নার বাসা ও ক্লিনিকে হামলা ও ভাংচুর করা
হয়। এ ঘটনায় ঐ রাতেই বিএনপির ছয়শতাধিক নেতা কর্মির বিরুদ্ধে মামলা দায়েরের
পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৪ নেতা কর্মিকে গ্রেফতার করে পুলিশ। এর
প্রতিবাদে মঙ্গলবারের এই অর্ধদিবস হরতালের ডাক দেয় জেলা বিএনপি। পরে এই
হরতালে সমর্থন দেয় জেলা জামায়াত