বেলকুচিতে ছাত্রলীগ কর্মীর উপর বিএনপির হামলা
বেলকুচিতে ছাত্রলীগ কর্মীর উপর বিএনপি নেতা হামলা করেছে বলে অভিযোগ
উঠেছে। গত সোমবার রাত সাত টার দিকে বেলকুচি উপজেলার চন্দনগাঁতী বাশঁতলা
বাজারের পশ্চিমে বেলকুচি উপজেলা যুবলীগের সহ সভাপতি হেলাল খানের পুত্র
উপজেলা ছাত্রলীগের কর্মী ইউনুস আলী খান সম্্রাট (২০) মুকন্দগাঁতী বাজার
থেকে একা বাড়ী ফেরার সময় পূর্ব শত্র“তার জের ধরে বেলকুচি পৌরসভার ৬ নং
ওর্য়াডের কাউন্সেলর ও উপজেলা বিএনপি নেতা আব্দুর রশিদ মন্ডলের নেতৃত্বে তার
ছেলে যুবদল কর্মী শাহ আলম, রাছেল ও ভাতিজা নজরুল সহ একদল সন্ত্রসী ধারালো
অস্ত্র্রদিয়ে এলাপাথালে কোপ শুরু করলে সম্রাটের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে
সন্ত্রাসীরা পালিয়ে যায়। মমূর্ষ অবস্থায় এলাকাবাসী সম্রাটকে উদ্ধার করে
বেলকুচি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে সিরাজগঞ্জ সদর
হাসপাতালে প্রেরন করে। সম্রাটের মাথা, গলা, পেট ও পায়ে ধারালো অস্ত্রের
আঘাত থাকায় রক্ত ক্ষরন হওয়ায় তার অবস্থা গুরুতর বলে ডাক্তার জানায়। এ
ব্যাপারে সম্রাটের বাবা হেলাল খান বাদী হয়ে বেলকুচি থানায় একটি অভিযোগ
দায়ের করেছে।