রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩

সিরাজগঞ্জের সমাজকল্যান মোড়ে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ।


সিরাজগঞ্জের সমাজকল্যান মোড়ে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ। ককটেল বিস্ফোরণ। পুলিশের রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ। পুলিশ সহ আহত ২৫,গ্রেফতার ৫সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের সমাজতল্যান মোড়ে হরতাল সমর্থক ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে হরতাল সমর্থকেরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এসময় গ্রেফতার করা হয় ৫ জনকে।হরতাল চলকালে রোববার ভোর থেকে জেলার বিভিন্ন স্থানে পুলিশের সাথে হরতাল সমর্থকদের থেমে থেমে সংঘর্ষ হচ্ছ। পুলিশ এতে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়। রোববার সকালে সিরাজগঞ্জে শহরের সমাজকল্যান মোড় এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থক পিকেটাররা। এসময় পুলিশের ছত্রভঙ্গ করতে এলে সংঘর্ষের ঘটনা ঘটে।এছারা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের সীমান্ত বাজার ও কাশেম মোড়ে পুলিশ এবং ১৮ দল কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মহাসড়কসহ সিরাজগঞ্জ সদরে প্রবেশের প্রত্যেক সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টিকওে রেখেছে হরতাল সমর্থকরা।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।