বুধবার, ৩০ অক্টোবর, ২০১৩

এলজিইডি মোড়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবদল নেতা আলম মৃত্যু শয্যায়

প্রতিপক্ষের ছুরিকাঘাতে জেলা যুবদলের ত্রান ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক আলম সেখ ও যুবদলকর্মী লিপন গুরুতর আহত হয়েছে। এদেরকে আশংকাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমের অবস্থা আশংকাজনক। ক্ষত স্থান অনবরত রক্ত বের হচ্ছে।
দলীয় সূত্র জানায়, সোমবার রাত ৯টার দিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারবৈদ্যনাথ এলজিইডি অফিসের সামনে হরতালের সমর্থনে যুব ও ছাত্রদলের নেতাকর্মীরা পিকেটিং করছিল। এসময় ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও প্রচার সম্পাদক ভাংড়ী ব্যবসায়ী জিব্রাইল হোসেন ঘটনাস্থলে পৌছে রাতের বেলায় পিকেটিং করতে মানা করলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এরই জেরধরে মঙ্গলবার দুপুরে জিব্রাইল হোসেনের সমর্থকরা আলমকে মৎস্য অফিসের সামনে একা পেয়ে এলাপাথারী মারপিট করে এবং পিঠের ২টি স্থানে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়। এতে বাধা দিতে গেলে স্থানীয় যুবদল কর্মী লিপনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়।

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।