বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৩

সিরাজগঞ্জ, শাহজাদপুরে বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০।

শাহজাদপুরে বিএনপি’র বিক্ষোভ কর্মসূচি চলাকালে ২ এমপি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত: ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে যুবদল নেতা মনিরুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তাকে বগুড়ায় পাঠানো হয়েছে। 
পুলিশ ও দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা বিএনপি হাইস্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি রামবাড়ী এলাকায় পৌঁছলে পিছনের দিকে পৌর বিএনপির সভাপতি ও সম্ভাব্য এমপি প্রার্থী তারিকুল ইসলাম আরিফ ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ড. এমএ মতিনের ছেলে সম্ভাব্য এমপি প্রার্থী (জাপা, না-ম) ড. এমএ মহিতের কর্মী- সমর্থকদের মধ্যে মারপিট ও সংঘর্ষের ঘটনা ঘটে। 
এ বিষয়ে তারিকুল ইসলাম আরিফ বলেন, উপজেলা বিএনপি’র রাজনীতির সাথে ড. মহিতের কোন সম্পৃক্ততা নেই। তিনি হঠাৎ মিছিলে প্রবেশ করায় উত্তেজনা দেখা দেয়। এ সময় তার সমর্থকরা পোরজনা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম ও সাজুসহ ৭/৮জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। 

সিরাজগঞ্জের সর্বশেষ সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন।