সিরাজগঞ্জে ইছাহাক আলী (২৫) নামে এক অটোরিক্সা চালককে কুপিয়ে হত্যা করে
অটোরিক্সা ছিনতাই করেছে দুবৃত্তরা। বুধবার রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর
ইউনিয়নের ছাতিয়ানতলি এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার সকালে
সয়দাবাদ-সিরাজগঞ্জ বাইপাস সড়কের ছাতিয়ানতলি এলাকায় একটি খালের পাশ থেকে তার
লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ইছাহাক আলী সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি
মহল্লার আব্দুস সাত্তারের পুত্র।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় অটোরিক্সা নিয়ে কাজে বের
হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর
দেয় স্থানীয়রা। পরে বেলা পৌনে এগারটার দিকে সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সিরাজগঞ্জ সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে বুধবার
রাতের কোন এক সময়ে দুবৃত্তরা অটোরিক্সা ছিনতাই করতে গেলে ইছাহাক বাধা দেয়।
এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুব্যত্তরা।
এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।