বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৬০ ঘন্টা হরতালের সমর্থনে সিরাজগঞ্জে পৃথক মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও ছাত্রশিবির। এ সময় পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।শনিবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে এ ঘটনাগুলো ঘটে।সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৫টায় শহরের মালশাপাড়া এলাকা হতে হরতালের সমর্থনে একটি ঝটিকা মিছিল করে ছাত্রদল কর্মীরা। মিছিলটি শহরের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার এলাকায় এসে শেষ হয়।এর কিছুক্ষণ পরে শহরের এস বি ফজলুল হক রোডের গোশালা দিয়ে একটি মিছিল বের করে যুবদল কর্মীরা। মিছিলটি ঐ সড়কের জাহানারা স্কুলের সামনে পৌঁছালে বাঁধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলে এবং ইট পাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৫ রাউন্ড শর্টগানের গুলি ছুঁড়েছে পুলিশ। ঘটনাস্থল হতে ১ যুবদল কর্মীকে গ্রেফতার করা হয়েছে।এছাড়াও শহরের কালীবাড়ী ও বড় বাজার এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে যুবদল-ছাত্রদলের নেতাকর্মীরা। অপরদিকে, সন্ধ্যা ৬টার দিকে শহরের রেলগেট থেকে একটি মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিল চামড়াপট্টি, খেদন সর্দারের মোড় এলাকায় গিয়ে শেষ হয়। এসময় তিনটি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে।এদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় পৌর এলাকার কাঠেরপুল হতে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। মিছিলটি রহমতগঞ্জ ৩নং গলি এলাকায় গিয়ে শেষ হয়।একই সময়ে শহরের এসএস রোডের ভিআইপি মোড় থেকে একটি যৌথ মিছিল বের করে জামায়াত-শিবির ও বিএনপি কর্মীরা। মিছিলটি শহরের বড়বাজার এলাকায় গিয়ে শেষ হয়।